1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিরগিজস্তান সফরে মার্কিন দূত

১৯ জুন ২০১০

মধ্য এশিয়া বিষয়ক মার্কিন দূত শনিবার কিরগিজস্তান সফর করেছেন৷ অন্যদিকে, ক্ষমতাচ্যূত কিরগিজ প্রেসিডেন্ট গোলযোগের জন্য বাইরের শক্তিকে দোষারোপ করেন৷

https://p.dw.com/p/NxZH
দাঙ্গার শিকার অসহায় মানুষছবি: AP

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক কিরগিজস্তান সফরে গেছেন দেশটির অস্থায়ী নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য৷ তিনি অশান্ত দক্ষিণাঞ্চলও সফর করবেন৷

দুই দেশের সরকার বলেছে, উজবেক ও কিরগিজদের মধ্যে গত সপ্তাহে কয়েকদিনের সংঘর্ষে দুই পক্ষের প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে৷ জাতিসংঘ বলেছে, আনুমানিক দশ লাখ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেছেন, গত এপ্রিলে এক বিদ্রোহে ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভকে দাঙ্গার জন্য দোষারোপ করা যেতে পারে৷ তিনি বলেন, এখনো সেখানে তাঁর অনেক অনুগত এবং অস্থায়ী সরকারের বিরোধী রয়েছে৷ তারাই ইন্ধন যুগিয়েছে গোলযোগের৷

পদচ্যূত কিরগিজ নেতা বাকিয়েভ, যিনি বর্তমানে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র বেলারুশ এ নির্বাসিত জীবনযাপন করছেন দাঙ্গায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন৷ অস্থায়ী নেতা রোজা ওতুনবায়েভা ,যিনি এপ্রিল বিপ্লবের পর কিরগিজস্তানে ক্ষমতা গ্রহণ করেন এখনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য৷ তিনি বলেন, বাকিয়েভের অনুগতরা গোলযোগ সৃষ্টি করেছে ২৭ জুন অনুষ্ঠেয় কিরগিজস্তানের নতুন সংবিধানের ওপর গুরুত্বপূর্ণ গণভোটের আগে দেশটিকে অস্থিতিশীল করার জন্য৷ তিনি বার্তা প্রতিষ্ঠান রয়টার্সকে মার্কিন দূত ব্লেক এর সঙ্গে আলোচনার আগে বলেন, আমি মনে করি আমরা প্রতিরোধ করতে পারব আরও গোলযোগ৷

এদিকে, জাতিসংঘের মহাসচিব বান কি মুন কিরগিজস্তানের শরণার্থী সমস্যার পরিপ্রেক্ষিতে দাতাদেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সাত কোটি দশ লাখ ডলার দান করার৷ প্রতিবেশী উজবেকিস্তানের জন্যও দানের একটি আবেদন জানানো হবে৷ কারণ কিরগিজস্তানের হাজার হাজার মানুষ ঐ দেশটিতে চলে গেছে পালিয়ে৷ এ প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন,উজবেকিস্তানের জন্য একটি আবেদন জানানো হবে আগামী সপ্তাহে৷ সেখানে উপদ্রুত এলাকায় খাদ্যদ্রব্য, পানি বিদ্যুতের অভাব রয়েছে৷ লুটরাজ, সরবরাহের ঘাটতি ও চলাচলে বাধা সৃষ্টির জন্যই এই পরিস্থিতি হয়েছে৷ হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানেও পর্যাপ্ত ওষুধপত্র নেই৷

প্রতিবেদন : আবদুস সাত্তার

সম্পাদনা : রিয়াজুল ইসলাম