1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিশোরময় জীবন যাঁর

পায়েল সামন্ত কলকাতা
২৯ মার্চ ২০১৮

ছবির নাম ‘কিশোর কুমার জুনিয়র’৷ গায়ক গৌতম ঘোষের জীবননির্ভর সেই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ৷ জয়সলমীর থেকে সদ্য ফিরে ডয়চে ভেলের মুখোমুখি হলেন গৌতম ঘোষ৷

https://p.dw.com/p/2vCR4
ছবি: DW/P. Samanta

টালিগঞ্জ নেতাজী নগরের এই গায়ককে ‘কিশোরকন্ঠী’ হিসেবে বাংলার মানুষ চেনেন৷ অনেকগুলি বাংলা ছবিতে প্লেব্যাক করলেও এবার চলচ্চিত্রের সঙ্গে তাঁর সংযোগ হচ্ছে অন্যভাবে৷ জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা কৌশিক গাঙ্গুলির আগামী ছবিতে তাঁর জীবনের কাহিনীই উঠে আসতে চলেছে৷ পর্দায় মুক্তি পাওয়ার আগে জীবনের সেই কাহিনীগুলো শুনতে ডয়চে ভেলে পৌঁছে গিয়েছিল গৌতম ঘোষের কাছে৷ বছর ৬৫-তে এসেও তাঁর মোবাইলের রিংটোনে কিশোর, কন্ঠে বা কথায় কিশোর, কান্নায় আর স্মৃতিতেও কিশোর৷ ফ্ল্যাটের ভেতর ঢুকে মনে হলো কিশোর কুমারের মিনি মিউজিয়াম! আদ্যন্ত কিশোরময় এই মানুষটি গুরুকে ঈশ্বর জ্ঞানে পুজো করেন আজও৷ প্রচুর পুরস্কারের মাঝে তাঁর গুরুর জুতোটি দেখা যাচ্ছিল না৷ তাই সেখান থেকেই শুরু হলো প্রশ্ন৷

ডয়চে ভেলে: শুনেছিলাম কিশোর কুমারের জুতোটি আপনার সংগ্রহে সাজানো আছে৷ কই, চোখে পড়ছে না তো?

গৌতম ঘোষ: আর বলবেন না! শোকেসে রাখলে সে জুতো চুরি হয়ে যাচ্ছিলো৷ তাই লুকিয়ে রাখতে হয়েছে৷ (কাবার্ডের ভেতর থেকে জুতো এনে দেখালেন৷)  

এই সেই জুতো? কীভাবে পেলেন?

হ্যাঁ, ১৩ অক্টোবর, মানে শেষের দিনের আগে ১২ অক্টোবর এই জুতো তিনি পরেছিলেন৷ অমিতদা, মানে অমিত কুমারকে (কিশোর কুমারের ছেলে) চাইতে তিনিই এটা দেন৷ তবে সাদা জুতোটা বেশি পরতেন৷ সেটা পাইনি৷   

Indien Kalkutta Sänger Goutam Ghosh
কিশোর কুমারের জুতা হাতে গৌতম ঘোষছবি: DW/P. Samanta

মুম্বাইতে কেমন দেখেছেন তাঁকে?

খুব মুডি মানুষ ছিলেন৷ কোনওদিন দেখা হলে বলতেন, কেমন আছো? কোনওদিন আবার চিনতেই পারতেন না! তবে গান গাওয়ার সময় কোনও কথা হবে না৷ ৪ বছরে মানুষটাকে খুব দেখেছি, চিনেছি৷ এমন মানুষ আর হবে না৷ ১৯৮৭ তে উনি মারা যাওয়ার পর আমি আর বম্বেমুখো হইনি৷

এবার তো আপনাকে নিয়েই ছবি করছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি…

হ্যাঁ, কৌশিক গাঙ্গুলির মতো বড় পরিচালক আমাকে নিয়ে ছবি করবেন, কোনওদিন ভাবিনি৷ তবে এই মুহূর্তে এ নিয়ে কিছু বলবো না৷  

শুধু এটুকু তো বলুন, জয়সলমীরে কি এ জন্যই গিয়েছিলেন?

বুম্বা, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেখানে আমার চরিত্রে অভিনয় করছেন, জাতীয় পুরস্কার জয়ী পরিচালক যেখানে এ ছবির পরিচালনা করছেন, সেখানে আমি যাবো না!

মঞ্চে কিশোর কুমারের গান গাইছেন গৌতম ঘোষ

রাজস্থানে জীবনের কোন অংশটা কাটিয়েছিলেন? মানে যে কারণে ছবিতে রাজস্থান উঠে আসছে?

ছবি রিলিজের আগে এসব বলা ঠিক হবে না৷ শুধু এটুকু বলবো যে, বম্বে আমাকে অনেক দুঃখ দিয়েছে৷ তাই বম্বের কথা ছবিতে রাখতে বারণ করেছিলাম৷ অনেক বঞ্চনা, অপমান বম্বে থেকে পেয়েছি৷  

সারা বাড়ি ভর্তি অসংখ্য পুরস্কার, সম্মান৷ জীবনে কিশোর কুমারের দেখা পেয়েছেন৷ এবার আপনাকে নিয়ে চলচ্চিত্র হচ্ছে৷ এরপরেও বম্বের অপমানগুলো যন্ত্রণা দেয়?

হ্যাঁ, যন্ত্রণা দেয় বৈকি! একজন বিখ্যাত বাঙালি সুরকার আমাকে গানের সুযোগ দেবে বলে ডেকে নিয়েও কোরাস গাইয়েছেন, তারপর গান গেয়ে টাকা পাইনি৷ এমন কত আছে! 

শুধু কি বম্বে? কলকাতা নেই এই তালিকায়?

সে-ও আছে৷ কলকাতায় গান গাওয়ার পর মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে৷ গান গাইয়ে টাকা দেয়নি৷ এক বেলা খেয়ে কাটিয়েছি৷ টাকা আদায়ের জন্য অন্যের বাড়ি পর্যন্ত ছুটে গেছি৷ তা-ও টাকা পাইনি৷ 

এমন মানুষ আর হবে না: গৌতম ঘোষ

বম্বে যাওয়া কেন সফল হয়নি?

তাহলে বলি৷ আমি বম্বে গিয়েছি স্রেফ কিশোর কুমারকে দেখতে৷ ১৯৮৭ সালে বিয়ে করেছি৷ বিয়ের এক মাসের মধ্যে বৌকে একা রেখে বম্বে চলে গিয়েছি৷ বৌকে বলেছিলাম, কিছু করে দেখাতে যাচ্ছি৷ কিন্তু আমি তো জানি, কিশোর কুমারকে দেখতেই গিয়েছি৷ তিনি কেমন করে গান গান, মাইক্রোফোন ধরেন, সবটা দেখেছি, শিখেছি৷ কিন্তু বাস্তবে প্রয়োগ করতে পারিনি৷   

কেন? এতগুলো বাংলা ছবিতে প্লেব্যাক করার পরও এ কথা কেন?

আসলে সেই ছবিগুলো ঠিক আমার মতো৷ কোনও ছবির নায়ক-নায়িকা ভালো নয়৷ কোনওটার গল্প ভালো নয়৷ তাই ছবিগুলোও বাজারে চলেনি৷ আমিও স্বীকৃতি পাইনি৷ তবে ‘লোফার’ ছবিতে গান গেয়ে বিএফজে অ্যাওয়ার্ড পেয়েছি৷ সে বছর অনেক নামি সংগীতশিল্পীও তালিকায় ছিলেন৷

আজকাল রিয়েলিটি শোগুলোতে গায়ক গায়িকারা যেভাবে উঠছেন, সেটা আপনাদের সময়ে ভাবাই যেতো না...

আমাদের দুর্ভাগ্য যে আমরা এসব পাইনি৷ আমাদের রাত জেগে পাড়া ফাংশন করতে হয়েছে৷ রাস্তাঘাটে, গ্রামেগঞ্জে যেখানে ডাক পেয়েছি, সেখানে ছুটতে হয়েছে৷ টিভি বা চ্যানেলের সাপোর্ট থাকলে আজ আমরা ঘরে ঘরে বন্দিত হতাম৷ তবে এসব থেকে যারা উঠছে, তারা বেশিদিন টিকছে না কেন? এক দু' বছরের পর আর তাদের দেখা যায় না৷ এরা পরিশ্রম করে না৷ 

আপনাদের কেমন স্ট্রাগল করতে হয়েছে?

Indien Kalkutta Sänger Goutam Ghosh
ছবি: DW/P. Samanta

আমার পাশে কোনওদিনই কেউ ছিল না৷ সবাই গান গাইয়ে নিয়ে পয়সা দেয়নি৷ তখন আমি খবরের কাগজ বিক্রি করে, মোমবাতির কারখানায় মোমবাতি তৈরি করতাম৷ গান গাওয়ার নেশায় ছুটতাম৷ আর বম্বের স্ট্রাগল? ওখানে আমার কোনও ঠি্কানা ছিল না৷ আন্ধেরী স্টেশনে ১ নং প্ল্যাটফর্মে ঘুমোচ্ছি৷ পুলিশ এসে লাঠির খোঁচা দিলে ২ নং, সেখান থেকে ৩ নংয়ে ঘুমোতে চলে যেতাম৷ তারপর সকাল হতেই কিশোর কুমারের বাড়ি গৌরীকুঞ্জে চলে যেতাম৷ 

গান তো শেখেননি৷ তা সত্বেও লতাজি'র সঙ্গে স্টেজ শেয়ার করেছেন! 

প্রথাগতভাবে গান শেখা হয়নি৷ হারমোনিয়াম বাজাতেও জানি না৷ কান দিয়ে শুনে মন দিয়ে গেয়েছি৷ এটা ঠিক যে, লতাজি, মান্না দে, তরুণ বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, জোজো সবার সঙ্গেই স্টেজ শেয়ার করেছি৷ 

এখনকার দিনে পাড়ার মঞ্চে গান গাইতে গেলে আগের অনুভূতি আসে?

এখন আর পাড়া কালচারটাই নেই৷ ক্লাবের ৫০টা ছেলে একসঙ্গে গান শুনতে যাবে, সেটা এখন ভাবাই যায় না৷ পাড়ায় পাড়ায় জলসাটাই উঠে গেছে৷ এই পাড়া কালচার আর পাড়ার মঞ্চ থেকেই আমি উঠেছি৷ আজকের গৌতম ঘোষ হয়েছি৷ 

ফিরে আসি কিশোরের কথায়৷ তাঁকে গুরুজ্ঞানে পুজো করেন৷ এবার চলচ্চিত্রে আপনার জীবন তুলে ধরা হচ্ছে৷ কী বলবেন?  

আমি নিজে খাণ্ডোয়াতে গিয়েছি৷ এই ছ'মাসও হয়নি তো! তাঁর বাড়ি, যেখানে জন্মেছেন, ২২ বছর পর্যন্ত যেখানে কাটিয়েছেন, কলেজ সব দেখে এসেছি৷ প্রণাম জানিয়ে এসেছি৷ তাঁর গান গেয়েই আজ গৌতম ঘোষ হয়েছি৷ দুঃখ আছে অনেক৷ তবু আমি মনে করি, ভগবান আমায় অনেক দিয়েছেন৷ যোগ্যতার থেকে বেশিও হয়তো দিয়েছেন৷ ছবি করা নিয়ে নাই বা বললাম!

কিশোর কুমারের কথায় তিনি কেঁদে ফেলেন আজও৷ এই সাক্ষাৎকারের সময়েও কেঁদে ফেললেন৷ নিজের শিল্পী জীবনের বঞ্চনা, অপমান বলতে গেলেও গলা বুঁজে আসে তাঁর৷ প্রতিবেদকের কাছ থেকে লোকশিল্পী স্বপ্না চক্রবর্তীর ফোন নাম্বার নিয়ে তিনি ফোন করলেন দারুণ উৎসাহে৷ কথায় কথায় বললেন, ‘‘দিদি, তোমরা মৌলিক শিল্পী৷ তোমাদের এখনও বেঁচে থাকতে হবে৷ আমরা নকল করে গাই, আমাদের আর কি! চলে গেলেই হয়!’’

কিশোরকন্ঠী বুঝিয়ে দিলেন কেবল ‘কন্ঠী’ হওয়ার যন্ত্রণা কী নিদারুণ! এই ঘরেই পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং নায়ক প্রসেনজিৎ এসে বসেছেন৷ রাতের পর রাত আলোচনা হয়েছে ছবির চিত্রনাট্য নিয়ে৷ সব চিত্রনাট্য পর্দায় ধরা সম্ভব হবে না৷ থেকে যাবে মানুষ এবং বঞ্চিত শিল্পী গৌতম ঘোষের মনের ডায়েরিতে৷