1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুকুরের তাড়া খেলেন কমনওয়েলথ গেমস কর্তা ফেলেন

২৫ সেপ্টেম্বর ২০১০

কমনওয়েলথের গেমস ভিলেজের শনির দশার শেষ নেই৷ শুক্রবার গেমসের এক আন্তর্জাতিক কর্তার দিকে কুকুরের তাড়া আরও জটিল করে দিল সব কিছু৷ তবে প্রধানমন্ত্রীর ধমকে কিছুটা কাজ হয়েছে৷

https://p.dw.com/p/PMOP
কুকুর,তাড়া, কমনওয়েলথ, নতুন দিল্লী, ভারত, আন্তর্জাতিক, কর্ত্তা, গেমস ভিলেজ,Commonwealth, Dogs, Felen, International, Games, Games Village
প্রহরা বেড়েছে কিন্তু কুকুরেরাও আছেছবি: DW

তাড়া বললে কম বলা হবে৷ মন্ত্রীদের ধমক দিয়ে রীতিমত ঘাবড়ে দিয়েছেন মনমোহন সিং৷ বলেছেন, ‘কথা না বলে কাজ করুন গিয়ে যান৷' তবে মাইক ফেনেলের ঘটনাটাকে দিনের সেরা আর দশে দশ বললেও কম বলা হয়৷

সকাল নটাতেই এই আন্তর্জাতিক কর্তা এদিন গেমস ভিলেজ পরিদর্শনে চলে যান৷ ভিলেজ ঘুরে দুপুরের দিকে তিনি যখন ক্যান্টিন ইত্যাদি পরিদর্শন সেরে গাড়িতে উঠতে যাচ্ছেন, দুটি বেওয়ারিশ পথের কুকুর তেড়ে যায় কমনওয়েলথের বিধাতাদের একজনকে৷ কেউ কিছু বোঝার আগেই ফেনেল দ্রুত সরে যান৷ কুকুর ধরা বাহিনী দৌড়ে আসে এবং দুটি কুকুরকেই গ্রেপ্তার করা হয়৷

ভারতের কমনওয়েলথের ব্যবস্থাপকদের কর্তা সুরেশ কালমাদি সঙ্গে ছিলেন ফেনেলের৷ ব্যাপার দেখে তিনিও স্তম্ভিত৷ গেমস ভিলেজের অবস্থা প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর হস্তক্ষেপের পর শুক্রবার কিছুটা ভালোর দিকে গেলেও মশা থেকে কুকুর, অভিযোগের তালিকাও কম লম্বা নয়৷ তার ওপর গোদের ওপর বিষফোঁড়ার মত এই বিপুল নির্মাণকার্যে অবৈধ শিশুশ্রমিক নিয়োগের অভিযোগও শোনা গেছে৷ অভিযোগ প্রমাণিত হলে ভারতের জন্য তা বড় বেশি বিড়ম্বনার সৃষ্টি করবে৷

বিড়ম্বনার মাত্রা যাতে কিছুটা হলেও কাটে, সেদিকে লক্ষ্য রেখেই এগোতে চাইছে নতুন দিল্লী৷ আগামী তেসরা অক্টোবর শুরু হবে কমনওয়েলথ৷ তার প্রস্তুতি নিয়ে চরম বিশৃঙ্খলার অভিযোগের তালিকা দিনে দিনে আরও দীর্ঘই হচ্ছে৷ আন্তর্জাতিক মহলে এর ফলে ক্রমশ আরও বেশি করে লজ্জার মুখে পড়ছে মনমোহন সিং-এর ভারত৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী