1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কুকুর নিয়ে ক্ষমতা ছাড়ুন'

১০ সেপ্টেম্বর ২০১৩

বুখারেস্টের রাস্তায় শত শত মানুষের মিছিল৷ সবার একটাই দাবি,শহরের রাস্তা থেকে কুকুর সরাতে হবে, না পারলে দায়িত্ব ছেড়ে দিতে হবে মেয়রকে৷ কুকুর আজকাল মানুষকে কামড়ে মেরে ফেলছে৷ কুকুরের উপদ্রবে সেখানে নাকি টেকা দায়!

https://p.dw.com/p/19eKW
Die dreibeinige Hündin "Kaya" liegt am 24.04.2013 vor einem Saal des Arbeitsgerichts in Düsseldorf (Nordrhein-Westfalen). Vor dem Arbeitsgericht streitet eine Arbeitnehmerin mit ihrem Arbeitgeber darum, ob sie ihren Hund nach wie vor zur Arbeit mitbringen darf. Foto: Rolf Vennenbernd/dpa
ছবি: picture-alliance/dpa

এক হিসেব অনুযায়ী রুমানিয়ার রাজধানী বুখারেস্টের রাস্তায় রাজত্ব করছে ৪০ থেকে ষাট হাজার নেড়ি কুকুর৷ বিশ্বের অনেক শহরে কিন্তু মানুষও নেই এত৷ কুকুরের উৎপাত এত বেড়েছে যে, পরিস্থিতি সামাল দিতে একটা বিলও পাশ হয়েছিল জাতীয় সংসদে৷ সে অনুযায়ী কাজ হলে এতদিনে বুখারেস্টের রাস্তার সব কুকুর মরে সাফ হয়ে যেতো৷ কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে সেই বিল অনুযায়ী কাজ করা যায়নি৷ পশুপ্রেমীরা বরং খাইয়ে-দাইয়ে আরো হৃষ্টপুষ্ট করেছেন কুকুরদের৷ এ অবস্থার চরম মূল্য দিতে হয়েছে গত সোমবার৷ এক পার্কের সামনে খেলছিল চার বছরের একটি শিশু৷ হঠাৎ কুকুরের দল হামলা চালায় তার ওপর৷ কামড়ে মেরেই ফেলে শিশুটিকে৷

সেই থেকে বুখারেস্টের সাধারণ মানুষ বিক্ষুব্ধ৷ নেড়ি কুকুরমুক্ত শহর চান তাঁরা৷ মেয়র সোরিন ওপ্রেস্কুও সমস্যা সমাধানে তৎপর৷ কুকুরগুলো মেরে ফেলার বিষয়ে সবার মতামত জানতে আগামী ৬ অক্টোবর গণভোট হবে বুখারেস্টে৷ নগরবাসী তাতেও সন্তুষ্ট নন৷ তাই রাস্তায় নেমে মিছিল করেছেন তাঁরা৷ মিছিল থেকে অভিনেতা ইয়ন কিভু বলছিলেন, ‘‘ইউরোপের একটি দেশের রাজধানীতে কুকুরের কামড়ে শিশুর মৃত্যু কোনো অবস্থাতেই মেনে নেয়া যায়না৷ আমার নিজেরও কিন্তু একটা কুকুর আর একটা বিড়াল আছে৷ তাই বলে আমার ছেলে রাস্তায় নেমে কুকুরের কামড়ে মারা যাবে এ অবস্থা তো আমি মেনে নিতে পারি না৷''

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য