1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কৃচ্ছ্রসাধনের প্রতিবাদে ডাবলিন ও রোমে বিক্ষোভ

২৮ নভেম্বর ২০১০

বাজেট ঘাটতি কাটাতে সরকারের কৃচ্ছ্রসাধন পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ দেখা দিয়েছে ইউরোপের একাধিক দেশে৷ শনিবার আয়ারল্যান্ডে প্রতিবাদে রাস্তায় নামে হাজার হাজার সাধারণ মানুষ৷ ইটালিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা৷

https://p.dw.com/p/QK9x
ডাবলিনে সরকারি কৃ্চ্ছ্রসাধন পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদছবি: picture-alliance/dpa

ডাবলিনে প্রতিবাদ বিক্ষোভ

সরকারের কৃচ্ছ্রসাধন পরিকল্পনা আয়ারল্যান্ডকে দরিদ্রতার দিকে ঠেলে দেবে, এমনটাই মনে করছে সেদেশের ট্রেড ইউনিয়ন আইসিটিইউ৷ তাই শনিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জড়ো হয় হাজার পঞ্চাশেক সরকারি কর্মী, শিক্ষার্থী আর বামপন্থী রাজনীতিকরা৷ ২০১৪ সালের মধ্যে বাজেট ঘাটতি অনেকটা কাটাতে সরকারি বেতনভাতা কমানো ও ২৫ হাজার সরকারি জনবল ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে আইরিশ সরকার৷ কিন্তু জনগণ এই পরিকল্পনা মানতে প্রস্তুত নয়৷

আয়ারল্যান্ডকে সহায়তায় ইইউ-আইএমএফ

বাজেট ঘাটতি কমাতে ইউরোপীয় ইউনিয়ন এবং আর্ন্তজাতিক মুদ্রা তহবিল ৮৫ বিলিয়ন ইউরোর সহায়তা দেবে আয়ারল্যান্ডকে৷ এই সহায়তায় জার্মানি এবং ফ্রান্সেরও অংশগ্রহণ রয়েছে৷ রবিবার সহায়তার বিষয়টি চূড়ান্ত রূপ পেতে পারে৷ তবে, আয়ারল্যান্ড সরকারকেও কৃচ্ছ্রসাধন কর্মসূচি নিতে হচ্ছে৷ আগামী কয়েক বছরের মধ্যে ১৫ বিলিয়ন ইউরো খরচ কমাতে হবে, এর মধ্যে ২০১১ সালের মধ্যেই কমাতে হবে ৬ বিলিয়ন ইউরোর সরকারি ব্যয়৷

Proteste gegen Schulreform in Italien
এর আগে বিদ্যালয় সংস্কার কর্মসূচির বিরুদ্ধেও মাঠে নামে শিক্ষার্থীরা (ফাইল ফটো)ছবি: AP

ইউরো মুদ্রার জন্য হুমকি

ইইউ'র সদস্য দেশগুলো বিশেষ করে ইউরো জোনের কোন দেশে বাজেট ঘাটতি দেখা দিলে তার প্রভাব পড়ে ইউরো মুদ্রার উপর৷ তাই সদস্য দেশগুলোর ঘাটতি মোকাবিলায় বিশেষ উদ্ধার তহবিল রয়েছে ইউরোপীয় ইউনিয়নের৷ এতদিন করদাতাদের কাছ থেকে প্রাপ্ত অর্থ এই তহবিলে জমা করা হতো৷ কিন্তু এবার বেসরকারি খাতকেও উদ্ধার তহবিলে যুক্ত করতে চায় জার্মানি৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে এই বিষয়ে জানান, বিনিয়োগকারীরা শুধু মুনাফা নিবে আর মন্দা সহায়তার তহবিলে করদাতারা অর্থ দেবে, এমন নীতি ইউরোপকে শেষ করে দেবে৷

রোমে শিক্ষার্থীদের বিক্ষোভ

অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, আয়ারল্যান্ডের মতোই বাজেট ঘাটতিতে পড়তে পারে ইটালি৷ তাই সেদেশের সরকার আগেভাগেই সরকারি ব্যয় সংকোচন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে৷ আপাতত নয় বিলিয়ন ইউরোর খরচ কমানো এবং শিক্ষাখাতের এক লাখ ত্রিশ হাজার জনবল ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে ইটালির সরকার৷ মঙ্গলবার সংসদে এই কৃচ্ছ্রসাধন অনুমোদন পেতে পারে৷ শিক্ষার্থীরা এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য