1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কৃষক, শ্রমিকের সহায়তার পরিকল্পনায় ফেসবুক

১৩ অক্টোবর ২০১৪

শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে না থেকে প্রযুক্তিকে সমাজের সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে দেয়ার পরিকল্পনা করছে ফেসবুক৷ প্রতিষ্ঠাতা মার্ক সাকারবার্গ সে কথাই বলছেন৷

https://p.dw.com/p/1DTXT
Indien USA Internet Facebook Gründer Mark Zuckerberg in New Delhi
ভারতে এক সম্মেলনে বক্তব্য রাখছেন সাকারবার্গছবি: Reuters/A. Abidi

ভারতে এক সম্মেলনে তিনি বলেন, শুধুমাত্র সমাজের ধনী ও প্রভাবশালী লোকদের জন্য প্রযুক্তি তৈরি হয়নি, সমাজের সবার কাছে প্রযুক্তিকে নিয়ে যেতে হবে৷ ‘‘আমরা মনে করি, কানেক্টিভিটি হলো এক ধরণের মানবাধিকার'', বলেন সাকারবার্গ৷

শুধু নীতিবাক্য উচ্চারণ করেই ক্ষান্ত হননি ফেসবুক প্রতিষ্ঠাতা, তিনি জানান তাঁর প্রতিষ্ঠান একটি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে৷ সেখান থেকে এমন সব অ্যাপ ডেভেলপারদের খুঁজে বের করা হবে যাদের সৃষ্টি উন্নয়শীল বিশ্বের কৃষক, অভিবাসী শ্রমিক, শিক্ষার্থী ও নারীদের উপর বিরাট প্রভাব ফেলবে৷ এ জন্য এক মিলিয়ন ডলারের তহবিল বরাদ্দের কথাও জানান সাকারবার্গ৷

ডেভেলপাররা স্থানীয় ভাষায় অ্যাপগুলো নির্মাণ করতে পারবেন৷

ফেসবুকে ‘টোয়লাইট'!

হ্যাঁ, ফেসবুকে এবার ছবি মুক্তি পাবে৷ বিখ্যাত ভ্যাম্পায়ার-মুভি টোয়লাইটের অনুসরণে শর্টফিল্ম নির্মাণ করবেন নবীন নারী পরিচালকরা৷ সেগুলোর মধ্য থেকে অন্তত পাঁচটি মুভি বেছে নেবেন বিচারকরা৷ নির্বাচিত সেই শর্টফিল্মগুলোই আগামী বছর ফেসবুকে মুক্তি দেয়া হবে৷

বিচারক প্যানেলের অন্য সদস্যদের মধ্যে থাকবেন টোয়লাইট সিরিজের উপন্যাসগুলোর লেখক স্টেফেনি মায়ার আর টোয়লাইট ছবির অন্যতম তারকা ক্রিস্টিন স্টুয়ার্ট৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য