কৃষি বিষয়ক | পাঠক ভাবনা | DW | 09.09.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

কৃষি বিষয়ক

রংপুর-এ যেদিন থেকে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান এফএম তরঙ্গে প্রচার করা হচ্ছে, সেদিন থেকে আজ পর্যন্ত আমি একদিনও অনুষ্ঠান শোনা থেকে ...

বিরত হইনি৷ ডয়চে ভেলের অনুষ্ঠান সত্যিই আমাকে মুগ্ধ করে৷ বিভিন্ন পরিবেশনা শুনে আমি অনেক কিছু শিখতে ও জানতে পেরেছি৷ তাই ডয়চে ভেলের নতুন বন্ধু হিসেবে কতৃপক্ষকে জানাই আমার অন্তরের সবটুকু প্রীতি আর ভালবাসা৷ অমৃত কুমার সরকার অমিত, মোস্তফাপুর (সরকার পাড়া)শেখেরহাট, বদরগঞ্জ, রংপুর, বাংলাদেশ৷

খুলনা শহরে ডয়চে ভেলের এফএম তরঙ্গে প্রচারিত অনুষ্ঠানের শ্রবণমান ভালো৷ ফারিহা সুপ্তি, জীবন মঞ্জিল ১২,গগন বাবু রোড, খুলনা, বাংলাদেশ৷

গতকাল রাতের অধিবেশনে ভারতের দুর্নীতি ওপর আলোকপাত করা পরিবেশনাটি বেশ ভালো লেগেছে৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

আজকে আমরা ক্লাবের উদ্যোগে এক ইফতার পার্টির আয়োজন করেছিলাম৷ আমাদের আয়োজিত ইফতার পার্টিতে ডয়চে ভেলে থেকে প্রচারিত বেতার/ওয়েবসাইটের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়৷ সেই সঙ্গে অনুষ্ঠান শোনার জন্য ও ওয়েবসাইট ভিজিট করার জন্য স্থানীয় সুধী মন্ডলীদের অনুরোধ জানানো হয়৷ আমরা অনুষ্ঠান শোনার পাশাপাশি ডয়চে ভেলে সম্পর্কে গণসচেতনতা এবং জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে অতীতে যেমন কাজ করেছি, বর্তমানে চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাবো৷ মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, খাদিমপুরবাজার, কুষ্টিয়া, বাংলাদেশ৷

ডয়চে ভেলের অনুষ্ঠানে কৃষি বিষয়ক ফিচার পর্ব প্রচার করলে গ্রামের শ্রোতারা চাষাবাদের অনেক তথ্য জানতে পারবেন৷ এ ব্যাপারে আপনাদের কি কোন পরিকল্পনা আছে? মোঃ বাবুল মিয়া, ঠাকুরগাঁও, বাংলাদেশ৷

আমি আপনাদের নতুন শ্রোতা৷ অনুষ্ঠান খুব ভালো লাগে কিন্তু ধাঁধা উত্তর কোথায় পাঠাতে হবে তার ঠিকানা বলা হয়না কেন ? অনুগ্রহ করে জানাবেন৷ মোঃ রিমন, নীলফামারী, বাংলাদেশ৷