1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গি আক্রমণ

২২ সেপ্টেম্বর ২০১৩

কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টা বলছেন, নাইরোবির শপিং মলে জঙ্গিদের ‘‘নিউট্রালাইজ’’ করার সুযোগ আছে৷ অন্যদিকে পাকিস্তানের পেশোয়ারে একটি গির্জার ভিতরে জোড়া আত্মঘাতী বোমা আক্রমণে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৷

https://p.dw.com/p/19lya
ছবি: picture-alliance/dpa

নাইরোবির শপিং মলে যে ৫৯ জন প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে কেনিয়াট্টার নিজের এক ভাগ্নে ও সেই ভাগ্নের বাগদত্তা আছেন৷ আক্রমণকারীদের মধ্যে স্ত্রী-পুরুষ উভয়ই আছে, বলে সরকারি তরফ থেকে জানানো হয়েছে৷

কেনিয়াট্টা একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘অপরাধীরা এখন ভবনটির একটি অংশে অবস্থান করছে৷ (নিরাপত্তা বাহিনির) পেশাদারি (সদস্যরা) অকুস্থলে৷ কাজেই আমি কেনিয়াবাসীদের আশ্বাস দিতে পারি যে, আক্রমণকারীদের নিষ্ক্রিয় করার একটা ভালো সুযোগ আছে৷''

সোমালি আল শাবাব গোষ্ঠী এই আক্রমণের জন্য নিজেদের দায়ী বলে ঘোষণা করেছে৷ কেনিয়াট্টা বলেছেন, সরকার সেটা নিশ্চিত করার চেষ্টা করছেন৷ ২০১১ সালে কেনিয়া সোমালিয়ায় সৈন্য পাঠায় - সেটাই এই আক্রমণের কারণ, বলে আল শাবাব জানালেও কেনিয়া ‘‘সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রামে'' ছাড় দেবে না, বলে কেনিয়াট্টা জানিয়েছেন৷

Pakistan Peshawar Anschlag auf christliche Kirche
আত্মীয়ের আহাজারিছবি: Reuters

গির্জার প্রার্থনাসভায় বোমা

উত্তর-পাকিস্তানের পেশোয়ারে যা ঘটেছে, তা পাকিস্তানের ইতিহাসে খ্রিষ্টানদের উপর জঘন্যতম আক্রমণ৷ খাইবার-পাখতুনওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের অ্যাংলিকান চার্চে ‘মাস' বা প্রার্থনা চলাকালীন দু'জন আত্মঘাতী বোমারু কয়েক সেকেন্ডের মধ্যে তাদের বোমা ফাটায়৷ নিহত হন ৭৫ জন মানুষ, আহতের সংখ্যা ১৩৫-এর বেশি বলে জানানো হয়েছে৷ নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতালের খবরে প্রকাশ৷ আক্রমণের সময় গির্জায় প্রায় ৬০০ মানুষের সমাবেশ ছিল৷

নিহতদের আত্মীয়স্বজন পেশোয়ারে পথ অবরোধ করে সরকার বিরোধী ধ্বনি দিয়েছেন৷ সুদূর করাচিতেও প্রতিবাদ জানানো হয়৷ করাচির বিশপ সাদিক ড্যানিয়েল তিন দিনের শোক ঘোষণা করেছেন৷

কোনো গোষ্ঠী এযাবৎ এই আক্রমণের জন্য নিজেদের দায়ী বলে ঘোষণা করেনি৷

এসি / এসবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য