1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেমন হবেন ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট?

২ জানুয়ারি ২০১১

ডিলমা রুসেফ - ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট৷ শপথ নিলেন শনিবার৷ ব্যাপক জনপ্রিয় প্রেসিডেন্ট লুলা দা সিলভার স্থলাভিষিক্ত হলেন তিনি৷

https://p.dw.com/p/zsRz
ডিলমা রুসেফছবি: AP

ব্যক্তি রুসেফ

প্রেসিডেন্ট হবার আগে রুসেফ ছিলেন লুলা দা সিলভার মন্ত্রী পরিষদের প্রধান৷ ব্রাজিলে এই পদে সাধারণত তাঁকেই নিয়োগ দেয়া হয়, যিনি প্রেসিডেন্টের সবচেয়ে কাছের লোক হয়ে থাকেন৷ সে হিসেবে সিলভার একেবারে কাছের মানুষ ছিলেন ৬৩ বছরের রুসেফ৷ তাই প্রেসিডেন্ট নির্বাচনে সিলভার সমর্থন পেয়েছেন বেশ ভালভাবেই৷ আর সিলভা ব্রাজিলে বেশ জনপ্রিয়৷ প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগের আগে করা এক জরিপে দেখা গেছে, প্রায় ৮৭ ভাগ মানুষের কাছে জনপ্রিয় ছিলেন সিলভা৷ তাঁর এই জনপ্রিয়তা নির্বাচনে রুসেফের জেতাটা সহজ করে দিয়েছিল৷ এছাড়া নির্বাচনের আগে রুসেফ বারবার অঙ্গীকার করেছেন যে, প্রেসিডেন্ট হলে তিনি সিলভার গৃহীত পদক্ষেপগুলোই এগিয়ে নিয়ে যাবেন৷ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার অনু্ষ্ঠানেও রুসেফ সিলভাকে ‘মহান মানুষ' বলে উল্লেখ করেছেন৷

সিলভার জন্য সাংবিধানিক বাধা

সিলভা দুইবার প্রেসিডেন্ট ছিলেন৷ তাই সাংবিধানিক কারণে তৃতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারেন নি৷ এদিকে এখন তিনি কী করবেন সেটা সরাসরি না বললেও বলেছেন যে, রাজনীতির জন্যই তাঁর জন্ম হয়েছে৷ এছাড়া ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নেতার পদেও বহাল থাকছেন তিনি৷ অর্থাৎ রাজনীতিতেই থাকছেন সিলভা৷ চার বছর পর তিনি আবারও প্রেসিডেন্টের জন্য লড়তে পারেন বলেও আভাস দিয়ে রেখেছেন৷ তবে সেটা নির্ভর করছে রুসেফ কেমন করবে তার উপর৷

রুসেফের সামনে চ্যালেঞ্জ

উত্তরাধিকার সূত্রে অনেকটা ভাল অর্থনীতি পাচ্ছেন রুসেফ৷ গেল বছর যার প্রবৃদ্ধি ছিল সাড়ে সাত শতাংশের বেশি৷ এছাড়া সাম্প্রতিককালে অনেক তেলের সন্ধান পাওয়া গেছে ব্রাজিলে৷ তবে দুশ্চিন্তারও কিছু কারণ আছে৷ যেমন অর্থনীতির প্রবৃদ্ধিটা এবছর কমে সাড়ে চার শতাংশ হবে বলে বলছেন বিশেষজ্ঞরা৷ এছাড়া বর্তমানে মুল্যস্ফীতির হারটাও বেশি এবং সেটা বাড়ছেই৷ আর রুসেফের সময়েই ২০১৪ সালে ব্রাজিলে বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর৷ সে ব্যাপারে প্রস্তুতিটা ধীরগতিতে এগোচ্ছে বলে সমালোচকরা বলছেন৷ ফলে এক্ষেত্রেও নজর দিতে হবে নতুন প্রেসিডেন্টকে৷ তবে এসবের চেয়েও বড় যে সমস্যাটা রুসেফ অনুভব করতে পারেন সেটা হলো লুলা দা সিলভার ছায়া৷ এটা বোঝা যায় শপথ অনুষ্ঠানে আসা এক শিক্ষকের কথায়৷ তিনি বলছেন, লুলা ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক৷ প্রেসিডেন্ট হিসেবে তিনি রুসেফের চেয়ে সিলভাকেই বেশি পছন্দ করেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম