1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কে এই ‘অস্কার’?

২ মার্চ ২০১০

আগামী রবিবার হলিউডের এ্যাকাডেমি এ্যাওয়ার্ডস অনুষ্ঠানে যে স্বর্ণময় পুরুষ সবচেয়ে বেশী গুরুত্ব পাবেন, তিনি হলেন ‘অস্কার’৷ উচ্চতা: সাড়ে তেরো ইঞ্চি; ওজন: চার কিলোর কাছাকাছি; বয়স: ৮২ বছর৷

https://p.dw.com/p/MHKY
২০০৯ সালের অস্কার অনুষ্ঠান সাজানোর জন্য প্লাস্টিকে মোড়া অস্কারছবি: AP

এই হলিউড আইকন'টির সরকারি নাম: এ্যাকাডেমি এ্যাওয়ার্ড অফ মেরিট৷ ইনি হলেন মার্কিন এ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস এ্যান্ড সায়েন্সেস-এর ‘সন্তান'৷ এ্যাকাডেমিরও তখন বয়স কম, সদস্যসংখ্যা কম, টাকাকড়ি কম, বস্তুত চলচ্চিত্র শিল্পের একটি ছোট্ট প্রতিষ্ঠান, যার কাজ হল ব্যবসা বাড়ানো৷ একেবারে সূচনায় সদস্য ছিল মাত্র ৩৬ জন, প্রথম প্রেসিডেন্ট ছিলেন অভিনেতা ডগলাস ফেয়ারব্যাঙ্কস৷ সেই এ্যাকাডেমি মেট্রো-গোল্ডউইন-মায়ার স্টুডিও'র এক আর্ট ডাইরেক্টর সেড্রিক গিবনস'কে স্ট্যাচু'টি ডিজাইন করতে দেয়: এক রীল ফিল্মের ওপর দাঁড়িয়ে থাকা এক নাইট, হাতে তলোয়ার৷

প্রথম রজনী

প্রথম এ্যাকাডেমি এ্যাওয়ার্ডসের রজনী ছিল ১৯২৯ সালের ১৬ই মে, হলিউডের রুজেভেল্ট হোটেলে৷ একটি সাধারণ নৈশ ভোজসভা, ২৭০ জন অতিথি৷ ডগলাস ফেয়ারব্যাঙ্কস ১৫টি ‘অস্কার' বিতরণের কাজ সারেন ঠিক ১৫ মিনিটে৷ - আগামী রবিবার ঐ রুজেভেল্ট হোটেলেরই অদূরে কোড্যাক থিয়েটারে সমবেত হবেন তিন হাজার তিন'শো জনের বেশী নামীদামী তারকা এবং চলচ্চিত্র শিল্পের হোমরা-চোমরা'রা৷ তিন ঘণ্টার অনুষ্ঠানে প্রদান করা হবে প্রায় ৫০টি অস্কার৷

Oscars 2009
২০০৯ সালের তিন অস্কার বিজয়ী কেট উইনস্লেট, সন পেন এবং পেনেলোপি ক্রুজছবি: AP

দামে নয়, নামে কাটে

গোড়ায় স্ট্যাচুটি ব্রোঞ্জের তৈরী ছিল৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর আকাল পড়ায় প্লাস্টারের অস্কার দেওয়া হয়েছিল - যদিও সেগুলো পরে বদলে দেওয়া হয়৷ তার পর থেকেই আমাদের সুপরিচিত গোল্ড-প্লেটেড অস্কার চালু৷ অর্থাৎ ১৯৪৫ সাল যাবৎ অস্কারের চেহারা পাল্টায়নি, যদিও তার বেদীটা আরো একটু উঁচু করা হয়েছে৷ - কিন্তু অস্কারের নামের উৎসটা যে কি, তা কেউ সঠিক জানে না৷ নানা ধরণের গল্প আছে৷ এ্যাকাডেমির এককালীন লাইব্রেরিয়ান মার্গারেট হেরিক নাকি ভেবেছিলেন যে স্ট্যাচুটিকে তাঁর মামা না কাকা অস্কারের মতো দেখতে৷ পরে তাঁর সহকর্মীরা স্ট্যাচুটিকে অস্কার বলতে শুরু করে৷ অস্কার বিজয়ী অভিনেত্রী বেটি ডেভিসের নাকি মনে পড়তো তাঁর স্বামী হার্মন অস্কার নেলসনের কথা৷ হলিউডের এক সাংবাদিক সিডনি স্কলস্কি ১৯৩৪ সালে ক্যাথরিন হেপবার্নের প্রথম অস্কার পাওয়া উপলক্ষে খাতাকলমে অস্কার নামটি ব্যবহার করেন৷ আর খোদ এ্যাকাডেমি অস্কারকে আনুষ্ঠানিকভাবে অস্কার বলে ডাকতে শুরু করে ১৯৩৯ সাল থেকে৷ আজ ১৫০টি বেশী দেশের একশো কোটির বেশী দর্শক সেই অস্কার অনুষ্ঠান দেখে৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই