1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোটিপতি হবার খেলা শুরু হচ্ছে বাংলাদেশে

২ ফেব্রুয়ারি ২০১১

বাংলাদেশে শুরু হচ্ছে নতুন রিয়্যালিটি শো ‘কে হতে চান কোটিপতি’৷ বিশ্বকাপ ক্রিকেটের আসরের পরপরই ঢাকা ভিত্তিক দেশ টিভিতে প্রচারিত হবে এই অনুষ্ঠান৷

https://p.dw.com/p/108mT
বিগ বিছবি: UNI

তবে এখনো জানা যায়নি কে এই অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন৷ মেধাভিত্তিক রিয়েলিটি শো 'হু ওয়ান্টস টু বি এ মিলিওনিয়ার'অবলম্বনে নির্মিত হবে 'কে হতে চায় কোটিপতি' অনুষ্ঠানটি- জানিয়েছেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট অভিনেতা এবং সংসদ সদস্য আসাদুজ্জামান নূর৷

একটি পত্রিকাকে দেয়া খুদে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অনুষ্ঠানটিকে জনপ্রিয় করতে সব ধরণের প্রচার প্রচারণা চালাবেন তারা৷ বিশেষ করে এরই অংশ হিসাবে ভারতের কৌন বনেগা ক্রোড়পতির উপস্থাপক জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন বাংলায় একটি বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন৷ তিনি সেই বিজ্ঞাপনে বলেছেন, 'সালাম বাংলাদেশ৷ কেমন আছেন আপনারা? আমি অমিতাভ বচ্চন৷ আমি জেনেছি বাংলাদেশে বাংলা ভাষায় বাংলাদেশিদের নিয়ে শুরু হতে যাচ্ছে 'কে হতে চান কোটিপতি' অনুষ্ঠান৷ এ অনুষ্ঠানে সব প্রতিযোগী ও দর্শকদের জন্য আমার অন্তরিক শুভেচ্ছা৷ গুডলাক বাংলাদেশ৷'

এ বিষয়ে আসাদুজ্জামান নূর বলেন, অমিতাভ বচ্চন নিজ থেকেই বাংলায় এই অনুষ্ঠান বিষয়ে তাঁর বক্তব্য দিয়েছেন৷ তিনি জানান, বাস্তব অভিজ্ঞতার জন্য বোম্বের ফিল্ম সিটিতে "কৌন বনেগা ক্রোড়পতি"র শুটিং দেখতে গেলে আমরা আমাদের পরিকল্পনার কথা জানাই৷ তারপর তাঁকে অনুরোধ করি অনুষ্ঠানটিকে নিয়ে কিছু বলার জন্য৷ এরপর নিজে থেকে বাংলায় অনুষ্ঠানটি নিয়ে তিনি বেশ কিছু কথা বলেন৷

এই অনুষ্ঠানটির কোন এক পর্বে হয়তো তিনি স্টুডিওতে উপস্থিত থাকবেন -এমন সম্ভাবনার কথাও জানিয়েছেন বিগ বি- জানালেন নূর৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম