1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোলকাতায় দ্রব্যমূল্য আকাশছোঁয়া

২৬ ডিসেম্বর ২০১০

জিনিসপত্রের দাম কতটা অস্বাভাবিক হারে বেড়েছে, তার সরাসরি আঁচ পাওয়া গেল এবার বড়দিনের ছুটিতে৷ প্রায় প্রতিটা জিনিসের জন্য বাড়তি দাম দিতে বাধ্য হলেন সাধারণ মানুষ৷

https://p.dw.com/p/zpud
ছবি: AP

এক সপ্তাহ আগেই পেট্রোলের দাম বেড়েছে লিটারে প্রায় তিন টাকা৷ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম প্রায় প্রতি সপ্তাহেই কিছুটা করে বাড়ছে৷ এমনকী সাধারণ আলু-পিঁয়াজও অগ্নিমূল্য৷ পিঁয়াজের দাম যেখানে ২০টাকা কেজি ছিল এক মাস আগেও, এখন সেটা ৬০ টাকা৷ অর্থাৎ স্রেফ তিন গুণ৷ পিঁয়াজের দাম আলাদা করে উল্লেখ করা হল এই কারণেই যে এখন পিঁয়াজের দামকেই মূল্যবৃদ্ধির সূচক বলে ধরা হচ্ছে৷ রাজ্য সরকারের তরফে অভিযোগ করা হয়েছে, একদিকে জ্বালানির দাম বৃদ্ধি, অন্যদিকে কেন্দ্রীয় মাশুল বেড়ে যাওয়ার কারণেই পিঁয়াজসহ যাবতীয় শাকসবজির দাম এভাবে বাড়ছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রনব মুখোপাধ্যায় রবিবার জানালেন, পিঁয়াজের রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে৷ আমদানি শুল্কও সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছে৷ ফলে কিছুটা দাম কমেছে৷ কিন্তু কখনও কখনও চাহিদা আর জোগানের মধ্যে ভারসাম্য রাখা যায় না৷

মূল্যবৃদ্ধির আঁচ এবার আরও বেশি করে টের পাওয়া গেল বড়দিনের ছুটির মরশুমেই৷ বড়দিনের কেক থেকে শুরু করে বাচ্চাদের বেলুন, সব কিছুর জন্যেই বেশি দাম দিলেন লোকে, যারা পরিবার পরিজন নিয়ে মজা করতে বেরিয়েছিলেন৷ অবশ্য উৎসবের মেজাজে সেভাবে কোনও দাগ কাটতে পারেনি মূল্যবৃদ্ধি৷ কলকাতার চিড়িয়াখানায় যেমন অনেকদিন পর টিকিটের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে৷ কিন্তু ভিড় তার জন্য নেহাৎ কম হয়নি৷

প্রতিবেদন: শীর্ষ বন্দোপাধ্যায়, কোলকাতা

সমপাদনা: ফাহমিদা সুলতানা