1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোলোনের পাল্টা আক্রমণে বায়ার্ন কুপোকাত

৬ ফেব্রুয়ারি ২০১১

গতবারের বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ তাদের খেতাব বজায় রাখার অসম প্রচেষ্টায় আরো একটা বড় ধাক্কা খেলো - তা’ও আবার কোলোনের কাছে৷

https://p.dw.com/p/10BXn
ম্যাচ জেতার তৃতীয় গোলটি দিচ্ছেন নোভাকোভিচছবি: AP

দু'গোলে পিছিয়ে ছিল কোলোন৷ কিন্তু মিলিভয় নোভাকোভিচের দু'টি গোলে বায়ার্নকে পিছনে ফেলে ৩-২ গোলে জিতল কোলোন৷ ফলে পয়েন্টের তালিকায় বায়ার্ন তাদের কষ্টার্জিত দ্বিতীয় স্থান থেকে আবার নেমে গেল তৃতীয় স্থানে৷ অর্থাৎ তালিকার শীর্ষে ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের পয়েন্টের ব্যবধান হয়ে দাঁড়াল সর্বসাকুল্যে ১৫ পয়েন্ট৷ যদিও ডর্টমুন্ড সবে এই শুক্রবার শালকে'র সঙ্গে গোলশূন্য ড্র করে বায়ার্নের আশা জাগিয়েছিল৷

অথচ শনিবার তথাকথিত বায়ার্ন মেশিন ভালোই কাজ করছিল৷ মারিও গোমেজ এবং হামিট আল্টিনটপ, দু'জনের দু'টি গোলে ২-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন৷ দীনহীন কোলোন ঘুরে দাঁড়ায় হাফটাইমের পরে, বায়ার্নের ব্যাক লাইন যে কতোটা দুর্বল, সেটা আবার প্রমাণ করে দেয়৷ বিরতির ১০ মিনিট পরেই আসে ক্রিস্টিয়ান ক্লিমেন্স'এর গোল, স্কোর দাঁড়ায় ২-১৷ বাকিটা স্লোভেনিয়ার নোভাকোভিচের ভেলকি৷

অবশ্য স্বীকার করতে হবে, আরিয়েন রবেন'কে বাদ দিয়ে বায়ার্ন কোচ লুইস ফ্যান গাল কিছুটা অসহায়৷ তবে ফ্রাঙ্ক রিবেরি তো চোট সারিয়ে ফিরেছেন৷ রিবেরি'র কথা ছিল নাকি ‘জোকারের' কাজ করার৷ কিন্তু জোকারটা যে কোলোনের হাতে, এবং তার নাম যে নোভাকোভিচ, সেটা কে জানতো!

শনিবারের বাদবাকি খেলায় ব্রেমেন ১-১ গোলে ড্র করেছে মাইঞ্জে৷ হানোভার জিতেছে ১-০ গোলে ভোলফসবুর্গের বিরুদ্ধে৷ স্টুটগার্ট তালিকার সর্বনিম্ন মোয়েনশেনগ্লাডবাখ'কে হারিয়েছে ৩-২ গোলে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: রিয়াজুল ইসলাম