1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে, ঘানা

২৭ জুন ২০১০

বিল ক্লিন্টনকে হতাশ করল মার্কিন যোদ্ধারা৷ ঠিক ধরেছেন, ঘানার কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র৷ অন্যদিকে, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে উরুগুয়ে৷

https://p.dw.com/p/O4Cu
ছবি: AP

প্রথম বিশ্বকাপ কে জিতেছিল জানেনতো? ১৯৩০ সালে নিজেদের মাঠে বিশ্বকাপ জয় করে উরুগুয়ে৷ এরপর ১৯৫০ সালে আবারো বিশ্বকাপ জেতে তারা৷ কিন্তু গত ৪০ বছর উরুগুয়ের হতাশার ইতিহাস৷ এই দীর্ঘ সময়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল অবধি যেতে পারেনি তারা৷

এবার অবশ্য খানিকটা ভাগ্য আর খানিকটা খেলা দেখিয়ে দক্ষিণ কোরিয়াকে হারায় তারা৷ ফলাফল ২-১, আর উরুগুয়ের ৪০ বছর পর দ্বিতীয় রাউন্ডে গমন৷ উরুগুয়ের ভাগ্য বলছি এজন্য যে, প্রথম গোলের সুযোগ কিন্তু পেয়েছিল দক্ষিণ কোরিয়া৷ ডি-বক্সের বাইরে থেকে নেয়া কোরিয়ার তারকা পার্ক চু ইয়ংয়ের শটটি খানিকটা বেঁকে গোলরক্ষককে ধোঁকা দিলেও গোলপোস্টে লেগে ফিরে আসে৷

Flash-Galerie Fußball WM 2010 Südafrika Achtelfinale USA Ghana
ছবি: AP

এরপর উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ গোল দিয়ে বসেন খেলার আট মিনিটের মাথায়৷ তাও কোরিয়ার রক্ষণভাগের বোকামির কারণে৷ কেননা সুয়ারেজ গোলপোস্টের সামনেই ছিলেন সম্পূর্ণ অরক্ষিত অবস্থায়৷ সেই সুযোগটাই কাজে লাগিয়ে গোল দেন তিনি৷

দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে এশিয়ার অন্যতম প্রতিনিধি কোরিয়া৷ ৬৮ মিনিটে অসাধারণ হেডে সমতা আনেন লি চুং ইয়ং৷ অবশ্য খেলার মিনিট দশেক বাকি থাকতেই জয় সূচক গোলটি পায় উরুগুয়ে, এবারও তারকা সুয়ারেজ৷

শনিবারের অপর খেলায় শুরুতেই এগিয়ে যায় ঘানা৷ ৬ মিনিটের মাথায় প্রায় একক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের গোলে বল জড়ান তারকা কেভিন প্রিন্স বোয়াটেং৷ এরপর দ্বিতীয়ার্ধে খেলায় সমতা আনেন যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডোনোভান৷ শেষতক খেলা গড়ায় বাড়তি সময় পর্যন্ত৷ আর সেখানে ঘানার পক্ষে জয়সূচক গোলটি করেন আসামোয়া গিয়েন৷

বলাবাহুল্য, এই খেলা দেখতে সশরীরে মাঠে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন৷ কিন্তু যুক্তরাষ্ট্র দল তার সেই উপস্থিতিতে বাড়তি কিছু কী পেল!

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী