1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানসারের সঙ্গে লড়াই করে স্বপ্ন পূরণের পথে এক নারী

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
৪ মার্চ ২০১৯

নন্দিতা আচার্য মারণ ব্যাধির সঙ্গে লড়াই করার জন্য লেখা শুরু করেন, যার প্রতিটি পাঠক মহলে সমাদৃত হয়েছে৷ এবার তিনি নিজের গল্প নিয়ে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে চাইছেন৷

https://p.dw.com/p/3EOxu

ক্যানসার আক্রান্ত হওয়ার পর অনেকেই জীবনের প্রতি নিরাসক্ত হয়ে পড়েন৷ নন্দিতা আচার্য এই মারণ ব্যাধির সঙ্গে লড়াই করার অন্য একটি অন্য রাস্তা বেছে নিলেন, তিনি লেখা শুরু করলেন৷ সেই লেখার হাত ধরেই তিনি পরাস্ত করলেন কর্কট ব্যাধিকে৷ বিগত দশ বছরে তিনি লিখেছেন পাঁচটি উপন্যাস, যার প্রতিটিই পাঠকমহলে সমাদৃত৷ অনেক দিনের স্বপ্ন একটি সিনেমা বানানোর, এবার নিজের গল্প নিয়ে সেই স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে চাইছেন৷