1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যান্টিন লেডি মিশেল ওবামা!

১২ নভেম্বর ২০১০

মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা কোন ক্যান্টিনে খাবার পরিবেশন করছেন, ভাবা যায়? বিশ্বাস হচ্ছে না তো? ঘটনা কিন্তু সত্য৷ মিশেল জার্মানিতে মার্কিন সামরিক ঘাঁটির ক্যান্টিনে স্টেক সার্ভ করেছেন বৃহস্পতিবার৷

https://p.dw.com/p/Q6ce
জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর কর্মীদের খাবার পরিবেশন করছেন মিশেল ওবামাছবি: AP

ক্যান্টিন লেডি হিসেবে তিনি ৩০ মিনিট কাজ করেছেন৷ প্রথম বিশ্ব যুদ্ধ শেষে অস্ত্র সম্বরণের স্মরণ দিবস পালন করা হয় ১১ নভেম্বরে৷ এটিকে বলা হয় ‘ভেটেরানস ডে'৷ এই দিনটিতেই মিশেল ওবামা জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর কর্মীদের খাবার পরিবেশন করেন৷ সামরিক বাহিনীর সাবেক সদস্যদের প্রতি সম্মান জানিয়ে এই দিনটি বাৎসরিক মার্কিন ছুটির দিন হিসেবে পালন করা হয়৷

ফ্রি স্টেকের ঘোষণা দিয়ে বিমান ঘাঁটির সবাইকে রেঁস্তোরায় যেতে উৎসাহিত করা হয়৷ এবং সেখানে যে একজন ভিআইপি অতিথি রয়েছেন সে কথাও তাঁদেরকে আগে জানতে দেওয়া হয়নি৷ তবে মার্কিন ফার্স্ট লেডির এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে কয়েকদিন আগে জার্মান গণমাধ্যমগুলো জনিয়েছিল৷

মার্কিন প্রেসিডেন্ট যখন জি -টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌলে গেছেন, তখন মিশেল ওবামা এলেন জার্মানিতে৷ ক্যান্টিনে স্টেক পরিবেশন করার পরে আফগানিস্তান এবং ইরাকে আহত সৈন্যদের দেখতে মার্কিন ফার্স্ট লেডি কাছাকাছি একটি সামরিক হাসপাতালে যান৷ এছাড়া মিশেল ওবামা জার্মান প্রেসিডেন্টের স্ত্রী বেটিনা ভুল্ফ-এর সঙ্গেও দেখা করেছেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলাতানা

সম্পাদনা:রিয়াজুল ইসলাম