1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যালিফোর্নিয়ার বাদাম ভারতে বেচছেন করিশমা

১ মার্চ ২০১১

বলিউড নায়িকা করিশমা কাপুর ক্যালিফোর্নিয়ার অ্যালমন্ড বাদামের ‘ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর'র হয়ে ভারতে বিজ্ঞাপন করছেন৷

https://p.dw.com/p/10Qye
ভারতের মানুষকে ক্যালিফোর্নিয়ার বাদাম খেতে বলছেন করিশমাছবি: UNI

শুধু হলিউড নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য বাদাম চাষের জন্যও বিখ্যাত৷ তবে শুধু বাদাম চাষ করলেই তো চলবে না, বিশ্বায়নের এই প্রতিযোগিতার বাজারে সেই বাদাম বিক্রিরও ব্যবস্থা করতে হবে৷ বিশ্বের গুরুত্বপূর্ণ বাজারে সেই বাদাম জনপ্রিয় করতে বাদাম চাষীদের সংগঠন এবার অভিনব এক পথ গ্রহণ করেছে৷ বিখ্যাত অভিনেতাদের নিয়ে বিজ্ঞাপন তৈরি করে তারা বাজার দখল করতে চাইছে৷

তবে ঘরের কাছে হলিউডের অভিনেতাদের দিয়ে নয়, ‘ক্যালিফোর্নিয়া অ্যালমন্ড বোর্ড' এমন অভিনেতাদের বেছে নিচ্ছে, যারা নিজেদের দেশে বিখ্যাত৷ যেমন বলিউড অভিনেত্রী করিশমা কাপুর৷ ভারতের জন্য তৈরি বিশেষ বিজ্ঞাপনে করিশমাকে দেখা যাচ্ছে৷ ‘অ্যালমন্ড শরীর-স্বাস্থ্যের জন্য ভালো' – এই বার্তাই তিনি পৌঁছে দেবার চেষ্টা করছেন ভারতীয় ক্রেতাদের কাছে৷ মনে রাখতে হবে, ভারতের বাজারে অ্যালমন্ড বাদামের প্রায় ৬৯ শতাংশই আসে ক্যালিফোর্নিয়া থেকে৷ ফলে এমন বাজারে প্রভাব বাড়াতে আগ্রহী ক্যালিফোর্নিয়া৷ আরেক বড় বাজার চীনের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে সেদেশের চলচ্চিত্র তারকা গাও ইউয়ান ইউয়ান'কে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আরাফাতুল ইসলাম