1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়ায় আবার গুলি, মৃত ছয়

৪ এপ্রিল ২০২২

ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরের কেন্দ্রস্থলে নির্বাচারে গুলি, নিহত ছয়। নিহতদের মধ্যে তিনজন নারী।

https://p.dw.com/p/49Pcx
রোববার সকালে গুলিচালনার ঘটনার পর পুলিশ রাস্তা বন্ধ করে দেয়। ছবি: Rich Pedroncelli/AP/picture alliance

গত কয়েক সপ্তাহের মধ্যে ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয়বার নির্বিচারে গুলিচালনার ঘটনা ঘটলো। পুলিশ জানিয়েছে, স্যাক্রামেন্টোয় অন্তত দুই জন বন্দুকধারী গুলি চালিয়েছে। তাদের গুলিতে ছয়জন মারা গেছেন, আহত হয়েছেন ১২ জন। তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শহরের কেন্দ্রস্থলে প্রচুর বার ও রেস্তোরাঁ আছে। সেখানে গুলি চলেছে। শহরবাসীকে বলা হয়েছে, তারা যেন এখন শহরের কেন্দ্রস্থল এড়িয়ে চলেন।

পুলিশের বক্তব্য

পুলিশ প্রধান লেস্টার সাংবাদিকদের জানিয়েছেন, ''অন্ততপক্ষে দুইজন বন্দুকধারী গুলি চালিয়েছে। তবে তাদের এখনো ধরা সম্ভব হয়নি। অপরাধীদের চিহ্নিত করার জন্য আমরা জনগণের সাহায্য চেয়েছি। কেউ এব্যাপারে কোনো তথ্য দিতে পারলে আমাদের সুবিধা হবে।''

পুলিশ জানিয়েছে, তারা সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিও খতিয়ে দেখছে। সেখানে দেখা গেছে, আগে একটা ঝামেলা হয়েছিল। তারপর গুলি চলে। তবে এই ঝামেলার জেরে গুলি চলেছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই অপরাধের ছবিটি রীতিমতো জটিল।

ক্যালিফোর্নিয়ার গভর্নর টুইট করে জানিয়েছেন, গুলিচালনার ঘটনা বরদাস্ত করা হবে না। তিনি বলেছেন, ''আরেকটি গুলিচালনার ঘটনা ঘটলো। মানুষ প্রাণ হারালেন, আহত হলেন। আমরা শোকস্তব্ধ। আমরা পুলিশের সঙ্গে যোগায়োগ রেখে চলছি। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এই সহিংসতা বরদাস্ত করা হবে না।''

সহিংসতা বাড়ছে

সপ্তাহ পাঁচেক আগে একই শহরে এক ব্যক্তি তিনজন শিশু-সহ চারজনকে গুলি করে হত্যা করে নিজেকে মারে।

২০২১ সালের সেপ্টেম্বরে এফবিআই জানিয়েছিল, অ্যামেরিকায় গত এক বছরে সহিংসতা, বিশেষ করে গুলি করে মারার ঘটনা ভয়ংকরভাবে বেড়েছে। সহিংসতার মোট ঘটনার চারভাগের তিনভাগই হলো গুলি করে হত্যা।

অ্যামেরিকায় হত্যার হার অন্য উন্নত দেশের তুলনায় অনেক বেশি।  জি২০ সদস্য দেশগুলির মধ্যে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও রাশিয়ায় হত্যার সংখ্যা অ্যামেরিকার থেকে বেশি।

জিএইচ/এসজি (এপি, রয়টার্স)