1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যালিফোর্নিয়ায় এলোপাতাড়ি গুলিতে নিহত তিন

১৯ এপ্রিল ২০১৭

ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের শহর ফ্রাসনোতে এক ব্যক্তি তিনজনকে গুলি করে হত্যা করেছে৷ সন্দেহভাজন হত্যাকারীর নাম কোরি আলী মুহাম্মদ৷ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার লম্বা ইতিহাস রয়েছে তার৷ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷

https://p.dw.com/p/2bTRC
USA Tote durch Schüsse in Kalifornien
ছবি: picture alliance/dpa/The Fresno Bee/AP/J. Walker

মঙ্গলবার আটক হওয়ার আগে ওই ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুঁড়ে তিনজনকে হত্যা করে৷ এছাড়া একজন আহত হয়৷ আটক কোরি আলী মুহাম্মদ গত সপ্তাহে এক নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করেছে বলেও ধারণা করা হচ্ছে৷

যদিও কেউ কেউ দাবি করেছেন যে, আফ্রিকান-অ্যামেরিকান মুহাম্মদ এলোপাতাড়ি গুলিবর্ষণের সময় নিজেকে ‘ব্ল্যাক জেসাস' বলে দাবি করে আরবি ভাষায় চিৎকার করেছিলেন, পুলিশ তদন্ত শেষ না হওয়া অবধি তার এই হত্যাযজ্ঞকে জাতিগত উদ্দেশ্যপ্রণোদিত মনে করছে না৷

ফ্রাসনো পুলিশের প্রধান জেরি ডায়ার বলেন, ‘‘এটা ছিল এক লক্ষ্যহীন সহিংসতার ঘটনা৷ সন্দেহভাজন ব্যক্তি কোনো রকম উস্কানি ছাড়াই নরহত্যায় নেমেছিলেন আজ৷''

ডীয়ার জানান, স্থানীয় সময় সকাল পৌনে এগারোটার দিকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন মুহাম্মদ৷ হতাহতদের সবাই শেতাঙ্গ বলেও নিশ্চিত করেছেন তিনি৷ মুহাম্মদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার লম্বা ইতিহাস রয়েছে বলেও জানিয়েছেন ডায়ার৷ অতীতে তার বিরুদ্ধে অস্ত্র এবং মাদক বিষয়ক নানা অভিযোগ আনা হয়েছিল৷ তিনি গৃহহীন ছিলেন বলেও জানিয়েছে গণমাধ্যম৷

এদিকে, ফেসবুকে মুহাম্মদের নামে একটি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে, যেখানে তিনি ‘শেতাঙ্গ শয়তানদের' নিয়ে বেশ কিছু পোস্ট করেছেন৷ মঙ্গলবারের ঘটনার পর তার বিরুদ্ধে চারটি হত্যাকাণ্ড এবং দু'টি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে৷

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর শুধু বন্দুক সহিংসতায় ত্রিশ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান৷ আগ্নেয়াস্ত্র কেনাবেচা সে দেশে বেশ সহজ হওয়ায় যে কারো পক্ষেই অস্ত্র কেনা তেমন কঠিন কাজ নয়৷ এ বিষয়ে আইন কড়া করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের অনীহা রয়েছে

এআই/এসিবি (এপি, এএফপি)