1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেট থেকে বেসবল?

১৬ মে ২০১৩

ডিজনিল্যান্ড বলে মনে হওয়াটা স্বাভাবিক৷ দুজন ক্রিকেট পাগল ভারতীয় কিশোরের মার্কিন মুলুকে গিয়ে বেসবল খেলোয়াড় হওয়ার কাহিনি৷ তাদের নির্বাচন আবার এক রিয়্যালিটি শো’র মাধ্যমে, যা বাস্তবিক ঘটেছিল ২০০৮ সালে৷

https://p.dw.com/p/18YHl
ছবি: picture alliance / AP Photo

ডিজনি কর্পোরেশনের ‘‘মিলিয়ন ডলার আর্ম'' ছবিটির শুটিং শুরু হয়েছে মুম্বইতে, এএফপি সংবাদ সংস্থা অনেক খোঁজখবর করে জানিয়েছে৷ ছবিটি যে তৈরি হচ্ছে, সে খবর অন্তত মাসখানেক ধরে বাজারে রয়েছে৷ মার্কিন হিট টিভি সিরিজ ‘‘ম্যাড মেন''-এর অভিনেতা জন হ্যাম আছেন সেই ছবিতে৷ তাঁকে নাকি মুম্বইতে ফ্যানদের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে, দেখা গেছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপরার সাথে খানাপিনা করতে৷

This film image released by 20th Century Fox shows Suraj Sharma in a scene from "Life of Pi." Ang Lee's “Life of Pi” will open the 50th annual New York Film Festival. The Film Society of Lincoln Center announced Monday that Lee's adaptation of the acclaimed novel by Yann Martel will premiere at the festival on Sept. 28. (Foto:20th Century Fox, Jake Netter/AP/dapd).
‘‘লাইফ অফ পাই''-এর অভিনেতা সুরজ শর্মাও এই নতুন ছবিতে থাকছেনছবি: AP

‘‘মিলিয়ন ডলার আর্ম'' মানে ‘দশ লাখ ডলারের হাত'৷ ছবির টাইটেল শুনলেই ‘‘স্লামডগ মিলিওনেয়ার''-এর কথা মনে পড়তে বাধ্য৷ সেটা ছিল কুইজ শো৷ ডিজনি'র ছবিতে এবার তার স্থান নিচ্ছে এক রিয়্যালিটি শো৷ মজা এই যে, ছবির রিয়্যালিটি শো'টা কিন্তু বাস্তবেই ঘটেছে৷ মার্কিন স্পোর্টস এজেন্ট জে বি বার্নস্টাইন ২০০৮ সালে ভারতে গিয়ে একটি রিয়্যালিটি শো করেছিলেন, যার জন্য তিনি চার হাজার ভারতীয় ক্রিকেট খেলোয়াড়দের অডিশন করেন৷

বিজয়ীদের পুরস্কার ছিল, তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে বেসবলের ট্রেনিং দেওয়া হবে৷ বিজয়ী হয়েছিলেন দিনেশ প্যাটেল ও রিঙ্কু প্যাটেল৷ দু'জনেই বোলার, মানে বোলার ছিলেন৷ এখন তারা পিটসবার্গ পাইরেটদের হয়ে ‘পিচার', অর্থাৎ বোলার-এর বেসবল সংস্করণ৷ স্পোর্টস এজেন্ট বার্নস্টাইনের ভূমিকায় অভিনয় করছেন জন হ্যাম৷

ধীরে ধীরে হলিউড-বলিউড ছবির যে একটা ট্র্যাডিশন গড়ে উঠছে, তার প্রমাণ, অং লি'র ‘‘লাইফ অফ পাই''-এর অভিনেতা সুরজ শর্মাও এই নতুন ছবিতে থাকছেন৷ ছবির পরিচালক হলেন ‘‘লার্স অ্যান্ড দ্য রিয়্যাল গার্ল'' খ্যাত ক্রেইগ জিলেপসি৷ চিত্রনাট্য লিখেছেন টম ম্যাককার্থি৷ মুম্বই-এর উত্তরাঞ্চলে ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে, বলে জানিয়েছে এএফপি সংবাদ সংস্থা৷

পূর্ব-পশ্চিমের মধ্যে পার্থক্য যতোটা, ফ্যাশিনেশন, আকাঙ্খা-আকুলতা ঠিক ততোটাই৷ সেই সঙ্গে আছে অনুকরণ৷ ইংরিজি পাগল উপমহাদেশের সঙ্গে মার্কিন মুলুকের ভাষাগত দূরত্ব খুব বেশি নয়৷ সব মিলিয়ে এখানে এমন একটা নিবিড় ফিল্মি, বাণিজ্যিক, সাংস্কৃতিক – হয়ত হৃদয়ের সম্পর্কও! – গড়ে উঠছে, যার সম্ভাবনা অপরিমেয়৷

এসি/ডিজি (এএফপি, পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য