1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেট নিয়ে নতুন সিনেমায় অক্ষয় কুমার

৮ ফেব্রুয়ারি ২০১১

এই তো অল্প কয়েক বছর আগে অ্যাকশন হিরো অক্ষয় কুমারের বাজারে লেগেছিল হলকা৷ কেউ সেই বাজারে কিনতে আসতো না সদাই৷ কিন্তু কী যে কি হলো! হঠাৎ ঝুট ঝামেলার মারামারি বাদ দিয়ে অক্ষয় কুমার বনে গেলেন কমেডি হিরো!

https://p.dw.com/p/10Cjr
অক্ষয় কুমারছবি: AP

এরপর থেকে আর বসে থাকার সময় নেই অক্ষয়-এর৷ তাঁর বাজারের সদাইপাতি বেশ বিক্রি হতে শুরু করলো৷ যে সদাই মানে ছবি করেন, সেটাই হিট৷ এই তো হালে বাজার গরম করলো ‘তিস মার খান'৷ আর এই ছবির গান ‘শীলা কি জওয়ানি' তো বলতে গেলো সুপার হিট৷ গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন ক্যাটরিনা কাইফ৷

যহোক এবার অক্ষয় কুমারের নতুন ছবি আসছে৷ তাও আবার বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচের বল যে দিন মাঠে গড়াচ্ছে, সেই দিনই৷ মজার ব্যাপার হলো ‘পাটিয়ালা হাউস' নামের এই ছবিটির কাহিনীও ক্রিকেটকে কেন্দ্র করেই৷

Film Tees Maar Khan
‘তিস মার খান' এ অক্ষয়, কারিনাছবি: BlockBuster Entertainment Movies,Hari Om Pictures

নিখিল আডবাণীর পরিচালনায় এই ছবিটির পটভূমি অবশ্য বিদেশে বসবাসরত ভারতীয় এক পরিবারকে কেন্দ্র করে৷ পরিবারের ছেলে গাট্টু ক্রিকেট শেখার অভিলাসকে কেন্দ্র করে৷ নিজে ক্রিকেট খেলতে চাইলেও বাবা চান না৷ বাবার এক কথা – তা হলো, তোমাকে পারিবারিক ব্যবসায় মন দিতে হবে৷ পারিবারিক ব্যবসা বলতে মুদির দোকান৷

কিন্তু গাট্টু তো থেমে থাকার নয়৷ সে এগিয়ে যায়৷ তাকে খেলতেই হবে, তাও আবার ইংল্যান্ড দলের হয়ে!

এই সিনেমায় বলিউডের অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করলেও বিশেষ আকর্ষণ ক্রিকেটের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান স্টার৷ এদের মধ্যে আছেন পাকিস্তান দলের সাবেক পেসার ওয়াসিম আক্রম, ইংল্যান্ড দলের সাবেক দুই কাপ্তান নাসের হোসাইন এবং গ্রাহাম গুচ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার গিবস, অস্ট্রেলিয়ার অল রাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস৷

পরিচালকের কথা হচ্ছে, ক্রিকেট যখন সিনেমাটির মূল উপজীব্য তখন সাবেক-বর্তমান খেলোয়াড়দের তো রাখতেই হবে তাতে৷ তাই তারা আছেন৷ আর বিশ্বকাপ চলাকালে এই ছবির বাজারও ভালো হবে- এমনটাই আশাবাদ পরিচালকের৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন