1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিসমাসের সময় করোনাকে দূরে রেখে রেলযাত্রার ব্যবস্থা

৫ ডিসেম্বর ২০২০

করোনাকালে বড়দিনের ছুটির সময় জার্মানির রেল কর্তৃপক্ষ ডয়চে বান নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে৷ বাড়ানো হচ্ছে দ্রুত গতির ট্রেন, আসন পরিকল্পনাও করা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব দিয়ে৷

https://p.dw.com/p/3mGF3
Deutschland Köln Symbolfoto Maskenpflicht
ছবি: Christoph Hardt/Geisler-Fotopress/picture-alliance

বুধবার ডয়চে বান এক বিবৃতিতে জানিয়েছে, বড়দিনের ছুটির সময়, অর্থাৎ আগামী ১৮ থেকে ২৭ ডিসেম্বর জার্মানির বড় শহরগুলোর মধ্যে যাতায়াতের জন্য বিশেষ ট্রেন চালু করা হবে৷ ওই সময়ে হাই-স্পিড আইসিই ট্রেন ১৫টি বাড়ানো হবে৷ এভাবে প্রতিদিন দীর্ঘযাত্রায় অন্তত ১৩ হাজার আসন বাড়ালেও করোনা সংক্রমণ এড়াতে যাত্রীরা যাতে স্বাস্থবিধি মেনে চলেন তা নিশ্চিত করতে নেয়া হবে বিশেষ উদ্যোগ৷ যাত্রীরা যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে বসেন তা নিশ্চিত করতে সর্বোচ্চ ৬০ ভাগ আসনের টিকিট বিক্রি করা হবে৷

কেউ চাইলেও স্বাস্থ্যবিধি অমান্য করতে পারবেন না, কারণ, যাত্রীদের দিকে সতর্ক দৃষ্টি রাখবেন পাঁচ হাজার পুলিশ এবং চার হাজার নিরাপত্তা কর্মী৷

এ বছর বড়দিনের সময় অন্যান্যবারের চেয়ে বেশি যাত্রী পরিবহনের ব্যবস্থা থাকবে জানিয়ে ডয়চে বান-এর যাত্রী পরিবহন বোর্ডের প্রধান বার্থোল্ড হুবার বলেছেন,  ‘‘ক্রিসমাসকে সামনে রেখে রেলযাত্রাকে যতটা সম্ভব নিরাপদ করা আমাদের দায়িত্ব৷ আমরা সে দায়িত্ব ঠিকভাবে পালন করবো৷''

মিশায়েল বুখবাউম/এসিবি