1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্লিন্ট ইস্টউডের ছবিতে বিয়ঁসে নোলস

২৪ জানুয়ারি ২০১১

ইনভিকটাস, মিলিয়ন ডলার বেবি, গ্র্যান টরিনো – ছবিগুলো তৈরি করেছেন হলিউডের কিংবদন্তী নায়ক এবং পরিচালক ক্লিন্ট ইস্টউড৷ তাঁর আরেক পরিচয় ডার্টি হ্যারি৷

https://p.dw.com/p/101dB
ক্লিন্ট ইস্টউডছবি: AP

হলিউডের এই কিংবদন্তী নায়ক এবং পরিচালক এবার বেছে নিয়েছেন গায়িকা বিয়ঁসে নোলসকে তাঁর পরবর্তী ছবিতে অভিনয়ের জন্য৷ ছবির নাম ‘এ স্টার ইজ বর্ন্'৷ ছবিটির রিমেক ভার্শন তৈরি করবেন ইস্টউড৷

এর আগে ১৯৩৭ এবং ১৯৫৫ সালে ছবিটি তৈরি করা হয়৷ অভিনয় করেছিলেন জুডি গার্লান্ড, জ্যানেট গেইনর এবং জেমস মেসন৷ এরপর ১৯৭৬ সালে ছবির আরেক রিমেক ভার্শন তৈরি করা হয়৷ অভিনয় করেছিলেন বিখ্যাত গায়িকা বারবারা স্ট্রাইসান্ড৷

তবে ইস্টউডের ছবিতে – বিয়ঁসের বিপরীতে কাকে দেখা যাবে তা এখনো ঠিক হয়নি৷ নায়কের লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন রাসেল ক্রো, উইল স্মিথ, রবার্ট ডাওনি জুনিয়র এবং জন হ্যাম৷

আয়কর বিপাকে ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়া

ভারতের আয়কর বিভাগ অভিযান চালিয়েছে মুম্বই- এর দুই নায়িকার বাড়িতে৷ তারা আয়কর ফাঁকি দিচ্ছেন এই অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে৷

বারোটি বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়৷ এর মধ্যে দুই নায়িকার বাড়ি, তাদের অফিস, সেক্রেটারির অফিস এবং বাড়ি উল্লেখযোগ্য৷ দুই নায়িকা আয়কর দিচ্ছেন ঠিকই – তবে যতটুকু বা যে পরিমাণ দেওয়ার কথা – তা দিচ্ছেন কিনা তা-ই খতিয়ে দেখতে চায় আয়কর বিভাগ৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী