1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাদ্যপণ্যের দাম ৯০ দিন বাড়বে না আর্জেন্টিনায়

১৪ অক্টোবর ২০২১

আর্জেন্টিনায় দ্রব্যমূল্য বৃদ্ধির হার খুব বেশি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার৷ খুচরা বিক্রেতাদের সঙ্গে এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী তিন মাস খাদ্যপণ্যের দাম এক পয়সাও বাড়বে না৷

https://p.dw.com/p/41fyn
Fermentierte Lebensmittel
প্রতীকী ছবিছবি: Katerina Solovyeva/Zoonar/picture alliance

দক্ষিণ অ্যামেরিকার দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে দ্রব্যমূল্য ভয়াবহ হারে বেড়েছে৷ প্রতি বছর অধিকাংশ খাদ্যপণ্যের দাম বাড়ে শতকরা প্রায় ৫০ ভাগ৷ এর প্রভাবে মুদ্রাস্ফীতিও বাড়ছে হু হু করে৷ আগামী মাসে আর্জেন্টিনায় নির্বাচন৷ তার আগে তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মরিয়া মধ্য-বামপন্থি সরকার৷

তবে শুধু নির্বাচন পর্যন্ত নয়, নির্বাচনের পরও একটা সময় পর্যন্ত যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ে, সেই ব্যবস্থা করতে পণ্য বিক্রেতাদের সঙ্গে বৈঠক করেছে সরকার৷ তারপর এক বিবৃতিতে অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব রবার্তো ফেলেত্তি জানান, বৈঠক ফলপ্রসূ৷ আগামী ৯০ দিন আর্জেন্টিনার কোনো জায়গায় ১২৪৭টি খাদ্য এবং অন্য কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এক পয়সাও বাড়ানো হবে না বলে কথা দিয়েছেন খুচরা বিক্রেতারা৷

২০১৯ সালের ডিসেম্বরে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতনের শতকরা নয় ভাগ খাদ্যদ্রব্যের জন্য নির্ধারণ করে দিয়েছিল সরকার৷ কিন্তু ক্রমশ দাম বাড়তে থাকায় খাদ্যপণ্য অনেকের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে- এ নিয়ে হতাশা প্রকাশ করে রবার্তো ফেলেত্তি বিবৃতিতে আরো লিখেছেন, ‘‘ জনগণের ক্রয়ক্ষমতার ওপর আর যাতে চাপ না পড়ে সেকারণে (দ্রব্যমূলের) বলটার গড়ানো এবার আমাদের থামাতে হবে৷''

এসিবি/ কেএম (রয়টার্স)