1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাদ্য নিরাপত্তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ

২২ অক্টোবর ২০১০

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এই কথা জানিয়ে বলেন, শিশুদের পুষ্টি নিশ্চত করা না গেলে বাংলাদেশে দারিদ্র্য বাড়বে, বাড়বে মেধাহীন প্রজন্ম৷

https://p.dw.com/p/PlPE
Food minister of Bangladesh Government
খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকছবি: Mustafiz Mamun

খাদ্যমন্ত্রী বলেন, উৎপাদন যথেষ্ঠ হলেও আন্তর্জাতিক বাজারের কারণে চালের দাম বাড়ছে৷তিনি জানান, রাশিয়ায় দাবানলের কারণে সেখানে গমের উৎপাদন তেমন হয়নি৷ আন্তর্জাতিক বাজারে তাই প্রতিটন গমের দাম একশ' ডলার বাড়তি৷ আর এর প্রভাব পড়েছে চালের বাজারে৷ফলে বাজারে চাল থাকলেও সবাই পর্যাপ্ত পরিমাণে কিনতে পারছেনা৷

আর দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা যেভাবে খাদ্যের ওপর চাপ সৃষ্টি করছে তাতে খাদ্য সংকট আরো বাড়বে বলে মনে করেন খাদ্যমন্ত্রী৷ তিনি ডয়চে ভেলেকে জানান, দেশের ১৬ কোটি ৪৪ লাখ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চত করা খুবই কঠিন কাজ৷

তিনি জানান, এই খাদ্য সংকটের সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুরা৷দেশের ৬ কোটি শিশুর অর্ধেকেরই দারিদ্র্যের কারণে নেই খাদ্য নিরাপত্তা৷ ৫ বছর বয়সি শিশুর বড় একটি অংশ অপুষ্টির কারণএ ঠিকমত বেড়ে উঠছেনা৷ তাদের মানসিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে৷শিশুদের খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি নিশ্চত করা না গেলে বাংলাদেশের জন্য সামনে অপেক্ষা করছে একটি মেধাহীন এবং কর্মক্ষমতাহীন প্রজন্ম৷

খাদ্যমন্ত্রী জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সুদূর প্রসারী পরিকল্পনা নিচ্ছে৷এসব পরিকল্পনায় নারী ও শিশুকে প্রাধান্য দেয়া হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য