1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাদ্য নিরাপত্তায় মডেল বাংলাদেশ

৯ এপ্রিল ২০১০

পত্র-পত্রিকায় আজ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে বিদ্যুৎ সংকট কাটাতে নতুন উদ্যোগ, জঙ্গি গ্রেফতার, টেন্ডার সন্ত্রাস এবং বিমান বন্দরে বিশেষ সতর্কতার খবর৷ তবে দৃষ্টি আকর্ষণ করার মতো খবর হলো খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের সাফল্য৷

https://p.dw.com/p/MrG7
খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক (ফাইল ছবি)ছবি: Mustafiz Mamun

বিদ্যুৎ সংকট কাটাতে নতুন উদ্যোগ

বিদ্যুতের কষ্ট লাঘব করার জন্য নগরীর দোকানপাট সন্ধ্যা ৭টায় বন্ধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এদিকে টানা এক ঘণ্টার বেশি লোডশেডিং না করার জন্য বিদ্যুৎ কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি৷ সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে অফিস করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এই আহ্বান জানান৷ দৈনিক প্রথম আলো, ইত্তেফাক, সমকাল, যুগান্তরসহ প্রায় সব পত্রিকাতেই এটি শীর্ষ খবর হিসেবে স্থান পেয়েছে৷ পত্রিকাগুলো বলছে, তিনি বিদ্যুৎ বিভাগে বৈঠক করেন বড় কর্তাদের সঙ্গে৷ প্রধানমন্ত্রী বলেছেন, যেসব দোকান মালিকের নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা আছে তারা রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখতে পারবে৷ রাত ৭টার পর তাদের নিজস্ব বিদ্যুৎ ব্যবহার করতে হবে৷ এছাড়া টানা দু'ঘণ্টার স্থলে এক ঘণ্টা লোডশেডিং করার কথা বলেছেন প্রধানমন্ত্রী৷

ঢাকায় লস্কর-ই-তৈয়্যবার আরো এক সদস্য গ্রেফতার

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার আরও এক সদস্যকে গ্রেফতার করেছে এলিট ফোর্স ব়্যাব৷ মুবাশ্বের শহীদ ওরফে মুবিন ওরফে ইয়াহিয়া (২৫) নামের এই জঙ্গিকে বুধবার রাত সাড়ে ১১টায় রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে ব়্যাব-১০ এর সদস্যরা গ্রেফতার করে৷ এই খবরটিও স্থান পেয়েছে দৈনিক প্রথম আলো, নিউ এইজ, ইত্তেফাকসহ প্রায় সবক'টি জাতীয় দৈনিকেই৷ খবরে বলা হচ্ছে, ৫ বছর ধরে সে বাংলাদেশে অবস্থান করছে বলে ইয়াহিয়া ব়্যাবের কাছে স্বীকার করেছে৷ জানা গেছে, লস্করের জন্য সদস্য সংগ্রহই ছিল এ দেশে তার কাজ৷ এ জন্য প্রচুর অর্থের প্রয়োজন হতো বিধায় বিভিন্ন ব্যবসাও করতে হতো তাকে৷ এর মধ্যে অন্যতম হচ্ছে জাল টাকা ও বায়িং হাউসের ব্যবসা৷ গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়েছে৷

Landwirtschaft in Asien
বাংলাদেশে আলুর ক্ষেতে এক কৃষক (ফাইল ছবি)ছবি: AP

খাদ্য নিরাপত্তায় মডেল বাংলাদেশ

মার্কিন রাষ্ট্রপ্রধান বারাক ওবামা খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে মডেল হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশকে৷ বারাক ওবামা বাংলাদেশের এই সাফল্যকে আগামী জি-৮ সম্মেলনে উপস্থাপন করবেন বলে আশাব্যঞ্জক এই খবরটি পরিবেশন করেছে ইংরেজি দৈনিক ডেইলি স্টার৷ খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশের খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের সাথে বৈঠকে এই কথা জানিয়েছেন ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার জন্য নিয়োজিত মার্কিন কৃষি বিষয়ক কূটনৈতিক প্রতিনিধি ডেভিড লাইশম্যান৷ আর এই সাফল্যের জন্য বাংলাদেশ পেতে যাচ্ছে উন্নয়নশীল দেশসমূহের খাদ্য নিরাপত্তার জন্য বরাদ্দকৃত আমেরিকার প্রায় ১০ কোটি ডলার তহবিলের উল্লেখযোগ্য অংশ৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী