1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাবার ফেলে দেয় ওয়ালমার্ট!

১৬ নভেম্বর ২০১৭

নভেম্বরের ৬ তারিখ গ্যারি জো আর্নস নামের এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে একটা স্টোরের বাইরের অংশ দেখাতে থাকেন৷ ভিডিওতে দেখা যায়, পণ্যভর্তি অসংখ্য ‘কার্ট' বা গাড়ি খোলা আকাশের নীচে রাখা৷ কেন? ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন৷

https://p.dw.com/p/2nj1s
Wal Mart Shop in den USA Supermarkt Lebensmittelkette
ছবি: AP

ওয়ালমার্ট এ সব পণ্য ফেলে দেয়ার জন্য জড়ো করেছিল – এমনটাই দাবি করেন গ্যারি৷ এ সব পণ্যের মধ্যে ছিল দুধ, হ্যাম, চিজসহ অসংখ্য খাদ্যসামগ্রী৷ তবে এগুলো যে মেয়াদউত্তীর্ণ নয়, সেটাও দেখান গ্যারি৷ যুক্তরাষ্ট্রের ওহিওতে এ ভিডিওটি ধারণ করা হয়, যা সত্যিই সারা ফেলে দেয়৷ ওয়ালমার্টে এর পর থেকেই হাজার হাজার ফোন আসতে থাকে৷ গত ১০ দিনে ঐ ফেসবুক লাইভটি ৮৬ লাখবার দেখা হয়েছে৷ শেয়ার হয়েছে ২ লাখ ২৩ হাজার বারেরও বেশি৷

বাধ্য হয়ে ওয়ালমার্টের পক্ষ থেকে এ নিয়ে বিবৃতি দেয়া হয় যেখানে বলা হয়, ওহিওতে টর্নেডোর কারণে নভেম্বরের ৫ তারিখ প্রায় ১৪ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ ছিল এবং ক্রেতা সুরক্ষার কথা বিবেচনা করেই পরের দিন পণ্যগুলো ফেলে দেয়া হচ্ছিল৷

আরএন/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য