1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদার সম্পদের হিসেব নেবেন হাসিনা

১০ ডিসেম্বর ২০১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন খালেদা জিয়ার সম্পদের হিসেব নেয়া হবে৷ তিনি কর দিয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হবে৷

https://p.dw.com/p/QUnD
ছবি: AP/DW

নবম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের সমাপণী দিনে বৃহস্পতিবার রাতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়িতে ৬৪টি এসি, ৭১টি সোফাসেট, ২০টি টিভি এবং ১৭টি ফ্রিজসহ বিলাসী কার্পেট এবংজিনিসপত্রে পূর্ণ ছিল৷ ইতিমধ্যেই তিনি সেনানিবাসের বাড়ি থেকে এসব জিনিসপত্র সরিয়ে নিয়েছেন৷ প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, এত সম্পত্তি কেনার টাকা তিনি কোথায় পেলেন, কিভাবে পেলেন, উৎস কি, কর দিয়েছেন কিনা? অর্থমন্ত্রীকে তা এনবিআরের মাধ্যমে খতিয়ে দেখারও নির্দেশ দেন৷

প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া সম্পদের যে হিসাব ও তালিকা দিয়েছেন তার সঙ্গে এই সম্পদ মিলিয়ে দেখা হবে যে তিনি সঠিক হিসাব দিয়েছেন কিনা৷ শেখ হাসিনা আরও বলেন, এই বিলাসী জীবনের জন্য খালেদা জিয়াকে জাতীর সামনে জবাবদিহি করতে হবে৷ তাঁর মতে জনগণের টাকায় ভোগ বিলাস আর বিদেশে টাকা পাচার জাতির জন্য দূর্ভাগ্যজনক৷

সমাপণী দিনে মহাজোট সরকারের শরিক সাবেক রাষ্ট্রপতি এরশাদও বক্তব্য রাখেন৷ তিনি বিদ্যুৎ ও আইন শৃংখলা পরিস্থিতির জন্য সরকারের সমালোচনা করলেও সরকারকে সহযোগিতা করতে বিরোধী দল এবং দেশের মানুষের প্রতি আহবান জানান৷

শেষ দিনে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাব গ্রহন করা হয়েছে৷ পাঁচ দিনের এই অধিবেশনে শিক্ষানীতি গ্রহণসহ চারটি বিল পাশ হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম