1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা বাড়ি না ছাড়লে সরকার উচ্ছেদ করতে পারে: আইনমন্ত্রী

১২ নভেম্বর ২০১০

বাংলাদেশের আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, খালেদা জিয়ার বাড়ি ছাড়ার বিষয়ে হাইকোর্টের রায় বহাল আছে৷ আপিল বিভাগ কোন স্থগিতাদেশ দেয়নি৷ তাঁর উচিত আইন মেনে চলা৷ অন্যথায় সরকার উচ্ছেদের ব্যবস্থা নিতে পারে৷

https://p.dw.com/p/Q7JL
খালেদাকে আইন মেনে চলতে বলছেন আইনমন্ত্রীছবি: Samir Kumar Dey

বিরোধী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার ওপর আপিল বিভাগ কোন স্থগিতাদেশ দেয়নি৷ লিভ টু আপিলের শুনানি শুরু হয়েছে মাত্র৷ তাই আইন অনুযায়ী শুক্রবারের মধ্যে তার বাড়ি ছাড়া উচিত বলে মনে করেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, হাইকোর্টের ১৩ই অক্টোবরের রায় অনুযায়ী খালেদাকে ১৩ই নবেম্বরের মধ্যে বাড়ি ছাড়তে হবে৷

আইনমন্ত্রী বলেন, যেহেতু হাইকোর্টের আদেশ বহাল রয়েছে, তাই খালেদা জিয়ার উচিত আদালতের আদেশ মেনে নেয়া৷ এটিই আইনের শাসন৷

তিনি বলেন, খালেদা জিয়া আজকের মধ্যে বাড়ি না ছাড়লে সরকার তাকে উচ্ছেদে ব্যবস্থা নিতে পারে৷ তার মতে আইন সবার জন্য সমান বিরোধী দলীয় নেত্রীর বিষয়টি সেই বিবেচনায় দেখা উচিত৷

Wahlkampagne in Bangladesch
শেষ পর্যন্ত কি স্বেচ্ছায় সেনানিবাসের বাড়ি ছাড়বেন তিনি?ছবি: Mustafiz Mamun

ইজারা দলিলের মাধ্যমে ১৯৮১ সালের ১৩ই জুন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের ১৬৫ কাঠা জমির ওপর বাড়িটি দেয়া হয়৷ ২০০৯ সালের ২০শে এপ্রিল খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদফতর৷ পরে আরো দু'বার নোটিশ দেয়া হয়৷ খালেদা জিয়া ওই নোটিশকে হাইকোর্টে চ্যালেঞ্জ করলে আদালত তার আবেদন খারিজ করে নোটিশ বৈধ ঘোষণা করে৷ ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ারও নির্দেশ দেয় আদালত৷ বেগম খালেদা জিয়া এর বিরুদ্ধে আপিল করেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক