1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার মুখোমুখি তামিম ইকবাল

১ অক্টোবর ২০২০

ডয়চে ভেলের সাপ্তাহিক টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ এর এবারের অতিথি বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল৷

https://p.dw.com/p/3jI1w
ছবি: Saeed Khan/AFP/Getty Images

এক যুগের বেশি সময় ধরে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেটের নির্ভরতার নাম তামিম ইকবাল৷ ব্যাট হাতে দীর্ঘ সময় ধরে দেশের ক্রিকেটের নানা উপাখ্যানের সাক্ষী বাঁহাতি জাতীয় দলের অন্যতম ব্যাটিংস্তম্ভ, ইনিংসের ভিত গড়ার কারিগর৷ সম্প্রতি পেয়েছেন ওয়ানডে দলকে নেতৃত্ব দেয়ার দায়িত্বও৷

২০০৭ সালে অভিষেকের পর নিজের পঞ্চম ম্যাচে পেয়েছিলেন প্রথম হাফ সেঞ্চুরি৷ ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ২০০৭ বিশ্বকাপে ক্যারিয়ারে প্রথম ফিফটিটিই বলছিল একদিন দারুণ সব মাইলফলক স্পর্শ করবেন চট্টগ্রামের এ তরুণ৷

সাফল্যের সিঁড়ি বেয়ে অনেকটা পথ পেরিয়ে এসেছেন তামিম৷ শুধু দেশের মাঠেই নয়, বিশ্বজুড়ে দর্শকদের মুগ্ধ করেছেন ব্যাটিং নৈপূণ্যে৷  সব ফরম্যাটের ক্রিকেটেই তামিমের তুলনা তামিম৷ ওয়ানডেতে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক, সবচেয়ে বেশি সেঞ্চুরি ও ফিফটি, দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রানের মালিক আর তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে দশ হাজার রান করা প্রথম বাংলাদেশি তিনি৷ 

ডয়চে ভেলের সাপ্তাহিক টকশো ‘খালেদ মুহিউদ্দিন জানতে চায়’- এর এ পর্বে শুক্রবার অতিথি হিসেবে থাকছেন তামিম৷ কথা বলবেন নিজের ক্যারিয়ার, বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান-ভবিষ্যৎ, অধিনায়ক হিসেবে নিজের লক্ষ্য, পরিকল্পনা নিয়ে৷ জানাবেন ক্রিকেটের এ দীর্ঘযাত্রায় তার অভিজ্ঞতার কথাও৷

বাংলাদেশ সময় রাত নয়টায় এ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ডয়চে ভেলের ইউটিউব চ্যানেল ‘খালেদ মুহিউদ্দিন জানতে চায়’-এ৷ চ্যানেলটি দেখতে ক্লিক করুন এই লিংকে

অনুষ্ঠান চলাকালে সরাসরি যুক্ত হয়ে মন্তব্যের ঘরে জানাতে পারেন মতামত, করতে পারেন প্রশ্ন৷

আরআর/এডিকে

২০১৬ সালে আকরাম খানের নির্বাচন করা একাদশ...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য