‘খেলোয়াড়দের ছবি পেয়ে খুশি' | পাঠক ভাবনা | DW | 17.07.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘খেলোয়াড়দের ছবি পেয়ে খুশি'

চট্টগ্রাম থেকে জার্মান ফুটবল দলের ভক্ত কাজী তৃণা লিখেছেন, ‘‘প্রিয় খেলোয়াড়দের তথ্য পেয়ে খুবই ভালো লাগলো৷ মিরোস্লাভ ক্লোজে সম্পর্কে পাঁচটি তথ্য-দেখে অত্যন্ত খুশি হয়েছি''

পাঠক তৃণার আশা, ‘‘আগামীতে ম্যুলার, বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, মেসুত ওজিল সম্পর্কেও এ ধরনের চমৎকার তথ্য ডিডাব্লিউ থেকে পাবো৷ আমার প্রিয় জার্মান প্লেয়ারদের এত সুন্দর সুন্দর ছবি দেওয়ার জন্য ধন্যবাদ৷ গত বিশ্বকাপ এ ছবি কত কষ্ট করে পেপার কেটে কেটে সংগ্রহ করতাম৷ কিন্তু এবার অনেক সহজেই অনেক চমৎকার সব ছবি এবং খবর ডয়চে ভেলের কাছ থেকে পেয়ে গেছি৷ ধন্যবাদ ডয়েচে ভেলেকে৷

Weltmeister Feier Berlin 15.07.2014 Bus

‘প্রিয় জার্মান প্লেয়ারদের এত সুন্দর সুন্দর ছবি দেওয়ার জন্য ধন্যবাদ’

ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া থেকে এমএ বারিক পাঠিয়েছেন পরের ই-মেলটি৷ তিনি লিখেছেন,

‘‘জুনেরা সম্পর্কে প্রতিবেদনটি পড়ে যে কোনো স্বাভাবিক মানুষের হৃদয়ই কাঁদবে৷ এলাকার এক নারী জুনেরার পরিবারের দুঃসময়ে এগিয়ে এসেছিলেন সহানুভূতিশীল হিতার্থীর ছদ্মাবরণে প্রথমে দেয়া হয় স্থানীয় কোনো বাসায় কাজ করার প্রস্তাব৷ তারপরই আসে দুবাই গিয়ে ভালো কাজ করে রাতারাতি পারিবারিক দৈন্য দূর করার প্রলোভন...৷ ডয়চে ভেলে থেকে প্রকাশিত এই প্রতিবেদনটি পড়ে সত্যিই আমার মনটা কেঁদে উঠলো৷ এবং ঘৃণা আসল সমাজের ঐ সব কীট যারা একটি পরিবারের দুঃসময়কে কাজে লাগিয়ে অসহায় ঐ সব মেয়েদের দিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করছে৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন