1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণতন্ত্রের জন্য কার্যকর সংসদ জরুরি: জার্মান রাষ্ট্রদূত

২ জুন ২০১১

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হোলগার মিশায়েল বলেছেন, গণতন্ত্রের জন্য সংসদকে কার্যকর করতে হবে৷ সভা-সমাবেশসহ রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক দলের অধিকার৷ কিন্তু সংসদ হল সব ধরনের আলোচনা এবং বিতর্কের আসল জায়গা৷

https://p.dw.com/p/11SkU
ডয়চে ভেলেকে সাক্ষাতকার দিচ্ছেন জার্মান রাষ্ট্রদূতছবি: DW/ Harun Ur Rashid Swapan

ডয়েচে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জার্মান রাষ্ট্রদূত হোলগার মিশায়েল জানান, বাংলাদেশের সঙ্গে জার্মানির ব্যবসা-বাণিজ্য বাড়ছে৷ গত বছর দু'দেশের বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করছে৷ বাংলাদেশে জার্মানির রফতানি বেড়েছে ৭০ ভাগ৷ আর জার্মানিতে বাংলাদেশের রফতানি বেড়েছে ৪০ ভাগ৷ তবে জার্মান বিনিয়োগকারীরা সুসাশন, স্বচ্ছ বিচার ব্যবস্থা ও প্রশাসনের ওপর গুরুত্ব দেয়৷

বাংলাদেশে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়৷ বাংলাদেশর জনগণ এবং রাজনৈতিক দলগুলোই এব্যাপারে সিদ্ধান্ত নেবে৷ তবে জার্মান সরকার আগামীতেও সুষ্ঠু এবং নিরেপেক্ষ নির্বাচন দেখতে চায়৷

তিনি বাংলাদেশের জাতীয় সংসদকে কার্যকর করার ওপর গুরুত্ব দেন৷ তিনি বলেন গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সংসদকে কার্যকর করতে হবে৷ সরকারি এবং বিরোধী দল উভয়ের আলোচনা এবং বিতর্কের মূল জায়গা হল সংসদ৷

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসের অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি৷ তবে বিষয়টি আদালতে ফয়সালা হয়েছে৷ তবে তিনি আশা করেন, একারণে গ্রামীণ ব্যাংক ক্ষতিগ্রস্ত হবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য