1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণতন্ত্রের ভবিষ্যত নির্ভর করে স্বাধীন বিচার বিভাগের ওপর

১৮ সেপ্টেম্বর ২০১০

বাংলাদেশের আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, গণতন্ত্রের পথ চলা কতটা মসৃণ হবে, তা নির্ভর করে বিচার বিভাগের স্বাধীনতার ওপর৷ আর বিচার বিভাগের স্বাধীনতার ওপরই নির্ভর করে গনতন্ত্রের ভবিষ্যৎ৷

https://p.dw.com/p/PFdI
ব্যারিস্টার শফিক আহমেদছবি: Samir Kumar Dey

তিনি বলেন, বিশ্বের যেসব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেসব দেশে বিচার বিভাগও স্বাধীন৷

শনিবার নতুন নিয়োগ পাওয়া সহকারী জজ এবং জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন৷ আইনমন্ত্রী বিচার প্রার্থীদের হয়রানি, মামলা জট ও দীর্ঘসূত্রিতার কথা তুলে ধরে বলেন, প্রচলিত দেওয়ানি এবং ফৌজদারি আইনের পরিবর্তন প্রয়োজন৷ তিনি জানান, ১৮৯৮ সালের দেওয়ানি এবং ১৯০৮ সালের ফৌজদারি আইন সংশোধন করা হবে৷

আগামী ২৯ শে সেপ্টেম্বর বর্তমান প্রধান বিচারপতির মেয়াদ শেষ হবে৷ ব্যারিস্টার শফিক আহমেদ জানান, রাষ্ট্রপতি তাঁর স্বাধীন ইচ্ছায় নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেবেন৷ এখানে কোন সমীকরণের চাপ নেই৷

অন্যদিকে বিএনপি'র মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার এক সাংবাদিক সম্মেলনে দাবি করেন, তাদের অন্তত ৭০ জন নেতা-কর্মীর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ যা নাগরিক অধিকারের লঙ্ঘন৷

যুবলীগ নেতা ইব্রাহীম হত্যাকান্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই মামলায় সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনকে পুলিশ তদন্ত শেষ হওয়ার আগেই নির্দোষ বলে দিয়েছে৷ এ থেকেই বোঝা যায় আইন ও বিচার বিভাগ কতটুকু স্বাধীন৷ তিনি বলেন, দেশের পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ- কিছুই আর স্বাধীনভাবে কাজ করতে পারছেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার