‘গণতান্ত্রিক রাষ্ট্রে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা’ | পাঠক ভাবনা | DW | 12.02.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘গণতান্ত্রিক রাষ্ট্রে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা’

দুই বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে কোনো অগ্রগতি হয়নি৷ তবে তাঁদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ফেসবুকে তদন্তের বিষয়টি নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন৷

জাকিয়া সুলতানা লিখেছেন, ‘সাগর-রুনির খুনিকে যদি কৌশল করে যুদ্ধাপরাধী বানিয়ে দেয়া যায় তাহলে শাস্তি অবশ্যম্ভাবী৷' তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা এই কৌশলটা অবলম্বন করতে পারেন৷ কারণ এই দেশে শুধু যুদ্ধাপরাধীদের শাস্তি হয়৷'

কাজী শফি লিখেছেন, ‘সত্য কথা প্রকাশ হওয়ার ভয়ে হয়ত কোনো দিনই সাগর-রুনি হত্যার বিচার আলোর পথ দেখবে না৷ আমরা যা চাই তা পেতে হলে শাহবাগকে নতুন ভাবনা ভাবতে হবে৷'

মুখে কালো কাপড় বাঁধা একটি ছবি ছিল প্রতিবেদনের সাথে৷ সেটি নিয়ে লিখেছেন মোহাম্মদ মোস্তফা৷ তিনি লিখেছেন, ‘আমরা মুখে কাল কাপড় বেঁধে চুপ থাকলে সরকার বাহাদুর বেজায় খুশি হন৷ তাই এই সরকারের কানে পানি না ঢাললে এরা কিছুই শুনবে না৷

ইদ্রিস আলী লিখেছেন, ‘সরকারই ঐ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে বাংলাদেশের জনগণ মনে করে৷ আর না হলে এত বড় সাংবাদিকদের নির্মম হত্যাকাণ্ড কীভাবে সরকার সহ্য করছে?'

ওয়ালিউজ্জামান নাহিদ বিচার ব্যবস্থার সমালোচনা করে বলেছেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা৷ স্বাধীন হয়েও পরাধীনতায় ভুগছে আজ এ দেশবাসী৷ যদি তাই না হবে তবে কেন দেশে আজ যথাযোগ্য বিচার ব্যবস্থা নেই৷ আজ সেটাও পরাধীনতায় ভুগছে৷'

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন