1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণধর্ষণের শিকার কাজলীর মৃত্যু

১১ নভেম্বর ২০১০

ক্ষুদ্রঋণের সর্বোচ্চ সুদের সীমা নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ৷ রয়েছে বিরোধী নেত্রীর সেনানিবাসের বাড়ি নিয়ে শুনানি মুলতুবির খবর৷ আর গণধর্ষণের শিকার পোশাক কর্মীর মৃত্যু নিয়ে প্রতিবেদন৷

https://p.dw.com/p/Q5hh
পোশাক শ্রমিকদের আন্দোলন (ফাইল ফটো)ছবি: AP

ক্ষুদ্রঋণের সুদের হার নির্ধারণ

‘ক্ষুদ্রঋণের সর্বোচ্চ সুদ ২৭ শতাংশ' - দৈনিক সমকাল করেছে এই শিরোনাম৷ ক্ষুদ্রঋণের সুদের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা এমআরএ৷ এনজিও'র মাধ্যমে পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমে সর্বোচ্চ সুদের হার ঠিক করা হয়েছে ২৭ শতাংশ৷ একই বিষয়ে দৈনিক ইত্তেফাক এর শিরোনাম, ‘ক্ষুদ্রঋণের সুদের হার নির্ধারণ, সর্বোচ্চ ২৭%'৷ বিশেষজ্ঞরা বলছেন সুদের হার কম হলে এনজিওগুলো দুর্গম এলাকায় যেতে চাইবে না৷ তাছাড়া প্রকৃত অর্থে ক্ষুদ্রঋণ দিতেও অনীহা দেখা যাবে তাদের মধ্যে৷ অবশ্য এমআরএ জানিয়েছে, বাজার পরিস্থিতি অনুযায়ী এই পরিপত্র পর্যালোচনার সুযোগ রয়েছে৷

খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি

দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘খালেদার আপিল শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত'৷ ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিরোধী নেত্রীর লিভ টু আপিলের শুনানি মুলতুবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ ফলে ২৯ নভেম্বর পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকছে বলে দাবি খালেদা জিয়ার আইনজীবীদের৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘২৯ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি'৷ আপিল বিভাগের শুনানি মুলতুবি নিয়ে খানিকটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে৷ এদিকে, বাড়ি নিয়ে খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি চলাকালে আপিল বিভাগে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি৷ দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, ‘সুপ্রিমে কোর্ট ঘিরে ছিল ব়্যাব পুলিশ'৷

গণধর্ষণের শিকার তরুণীর মৃত্যু

দৈনিক কালের কণ্ঠসহ কয়েক দৈনিক দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘অবশেষে কাজলীর মৃত্যু'৷ দু'দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর বুধবার মারা যান কাজলী৷ পোশাক কর্মী কাজলীর ধর্ষকরা এখনো আটক হয়নি, এই নিয়ে কোন মামলাও করা হয়নি৷ এদিকে, পোশাক শ্রমিকদের আরেকটি খবর দিয়েছে দৈনিক ইত্তেফাক৷ শিরোনাম, ‘সাভারে গার্মেন্টেসে অবরোধ, ভাংচুর'৷ বুধবার সাভারের ৪টি বস্ত্র ও তৈরি পোশাকের কারখানায় বিক্ষোভ, মিছিল ও সড়ক অবরোধের ঘটনা ঘটে৷ বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে এই শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা