1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গত বছরে চীনের প্রবৃদ্ধি হয়েছে ১০.৩ শতাংশ

২০ জানুয়ারি ২০১১

গত বছর বিশ্বের বিভিন্ন দেশ যখন ছিল অর্থনৈতিক মন্দায় কাবু, ঠিক সেই বছরেই এশিয়ার অর্থনৈতিক পরাশক্তি চীনের বার্ষিক প্রবৃদ্ধির পরিমাণ বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ৷

https://p.dw.com/p/zzzD
ছবি: DW/Wodicka - Fotolia.com

মার্কিন যুক্তরাষ্ট্র সফররত চীনা প্রেসিডেন্ট হু জিনতাও যখন সে দেশের মুদ্রা ব্যবস্থার নতুন নীতিমালা নিয়ে প্রচণ্ড সমালোচনার মুখোমুখি, তখনই বেইজিং প্রকাশ করলো নতুন এই হিসাব৷

২০০৯ সালে চীনের বার্ষিক প্রবৃদ্ধির পরিমাণ ছিল ৯ দশমিক ২ শতাংশ৷ বার্ষিক প্রবৃদ্ধির পরিমাণ বৃদ্ধির পরও খুব খুশি নয় সে দেশের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রধান মা জিয়ানতাং৷ তিনি বলেছেন, নতুন এ বছরে আরও প্রবৃদ্ধি এবং দ্রব্যমূল্যকে মানুষের জন্য সহনশীল পর্যায়ে রাখতে হবে৷ কারণ গত বছর সেখানে বিভিন্ন পণ্যের মূল্য বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ হারে৷ আর যেন এই মূল্য না বাড়ে এবং তা যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেই জন্যই সেখানে নেয়া চালু হয়েছে নতুন মুদ্রানীতি৷ অবশ্য এই মুদ্রানীতির কঠোর সমালোচনা খোদ মার্কিন মুল্লুক থেকেই৷

Expo 2010 in China Flash-Galerie
শাংহাই, ভবিষ্যতের নিউ ইয়র্কছবি: AP

নতুন এই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শেষ তিন মাসে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৮ শতাংশ৷ আগের তিন মাসের চেয়ে এই অঙ্ক কিছুটা বেশি৷

পুরো বছরের প্রবৃদ্ধি সম্পর্কে বিশ্বব্যাংক আগে জানিয়েছিল, তা হতে পারে ১০ শতাংশ৷ কিন্তু সেই ভবিষ্যৎ প্রক্ষেপণকে পিছনে ফেলে দিয়ে তাদের বার্ষিক প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে ১০ দশমিক ৩ শতাংশ৷ অন্যদিকে, এই সময়ে সেখানে বেড়েছে অনেক শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান৷ তবে রাষ্ট্রীয় খাতে বিনিয়োগের পরিমাণ কিছুটা কমেছে এই সময়ে৷ এরই মধ্যে সে দেশের কেন্দ্রীয় ব্যাংক অন্য ব্যাংকগুলোকে তারল্যের পরিমাণ বৃদ্ধি করার নির্দেশ দিয়েছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন