গত সপ্তাহের অন্বেষণ কুইজের বিজয়ী যিনি | পাঠক ভাবনা | DW | 11.06.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

গত সপ্তাহের অন্বেষণ কুইজের বিজয়ী যিনি

এক-ফসলি চাষের কারণে মাটির কী ক্ষতি হয়? এই প্রশ্নেরই উত্তর জানতে চাওয়া হয় গত সপ্তাহের অন্বেষণ কুইজ প্রতিযোগিতায়৷ সঠিক উত্তর: এক ফসলি চাষের কারণে মাটির উর্বরতা দ্রুত লোপ পায়৷

সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবার বিজয়ী হয়েছেন তরুন কুমার মৈত্র, ইসলামপুর, মুর্শিদবাদ ৭৪২৩০৪ ভারত৷

প্রিয় তরুণ,  আপনাকে অভিনন্দন! আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আপনার পুরস্কারটি পাঠিয়ে দেওয়া হবে৷ প্রাপ্তিসংবাদ জানালে ভালো লাগবে৷ কুইজ প্রতিযোগিতায় যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷ আর বন্ধুদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন, ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবং ওয়েবসাইটের কথা৷ অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ আর ইংরেজিতে #onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷

ডয়চে ভেলের বন্ধুদের জন্য রইলো শুভেচ্ছা৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন