1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরু চোর সন্দেহে ভারতে পিটিয়ে হত্যা

১৯ জুলাই ২০১৯

ভারতের বিহার রাজ্যে শুক্রবার সকালে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে মেরে ফেলেছেন গ্রামবাসীরা৷ গত চার বছরে গরু বিষয়ক সহিংসতায় দেশটিতে অন্তত ৪৪ জনকে হত্যা করা হয়েছে৷

https://p.dw.com/p/3MK75
ছবি: DW/S. Mishra

পুলিশ কর্মকর্তা হরকিশোর রায় বলছেন, নিহত তিন ব্যক্তি যখন ট্রাকে একটি বাছুর ও একটি মহিষ তুলছিলেন তখন কয়েকজন গ্রামবাসী ঘুম থেকে জেগে তাদের ধরে ফেলেন৷ এরপর তাদের পিটিয়ে মেরে ফেলা হয়৷ এর মধ্যে অন্তত একজন মুসলমান বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷

হত্যার অভিযোগে পুলিশ পিঠাওরি গ্রামের তিনজনকে গ্রেপ্তার করেছে৷ এছাড়া আরও চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা লোকেশ মিশ্র৷

হিন্দুদের কাছে গরু পবিত্র একটি প্রাণী৷ এজন্য ভারতের বিভিন্ন রাজ্যে গরু খাওয়া ও জবাই নিষিদ্ধ করা হয়েছে৷

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গরু জবাইকারী সন্দেহে মুসলমান ও দলিতদের উপর হামলার সংখ্যা বেড়েছে৷

যেসব রাজ্যে এসব ঘটনা বেশি ঘটেছে তার মধ্যে বিহার একটি৷ এমন ঘটনা প্রতিহত করতে না পারায় রাজ্য সরকারের সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস৷

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ২০১৫ থেকে ২০১৮ সালে ভারতে গরু বিষয়ক সহিংসতায় অন্তত ৪৪ জনকে হত্যা করা হয়েছে৷

জেডএইচ/কেএম (রয়টার্স, এএফপি)