1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গর্ভপাত নিয়ে যুগান্তকারী রায় মেক্সিকো আদালতের

৮ সেপ্টেম্বর ২০২১

গর্ভপাতের জন্য শাস্তি দেওয়া সংবিধান-বিরোধী। রায় দিয়েছে মেক্সিকোর সুপ্রিম কোর্ট। খুশি দেশের মানবাধিকার সংগঠনগুলি।

https://p.dw.com/p/403GF
মেক্সিকো গর্ভপাত
ছবি: picture-alliance/NurPhoto/J. Cabrera

গর্ভপাতের অধিকার থাকা উচিত কি না, গোটা পৃথিবী জুড়েই তা নিয়ে বিতর্ক কম নয়। তারই মধ্যে মেক্সিকোর সুপ্রিম কোর্ট এই রায় ঘোষণা করেছে। আদালত জানিয়েছে, গর্ভপাতের জন্য শাস্তি দেওয়া অসাংবিধানিক। শুধু তাই নয়, রায় পড়ার সময় জাস্টিস লুই মারিয়া অ্যাগুইলার বলেন, ''মানবাধিকার কর্মীদের জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত।''

গর্ভপাত নিয়ে মেক্সিকোর বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন আইন প্রয়োগ করা হতো। উত্তর রাজ্যগুলিতে গর্ভপাত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হতো। তেমনই এক মামলায় সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। আদালত জানিয়েছে, আপাতত এই রায়টি কেবলমাত্র উত্তরের ওই রাজ্যের জন্যই প্রযোজ্য হবে। তবে দেশের অন্য বিচারপতিরাও এই রায়টিকে অন্য মামলায় ব্যবহার করতে পারবেন।

মেক্সিকো সিটি, ওয়াক্সাসা, ভেরাক্রুজ এবং হিডালগো-য় আগেই গর্ভপাত স্বীকৃত ছিল। কিন্তু বাকি ২৮টি রাজ্যে গর্ভপাতের জন্য শাস্তির নির্দেশ আছে। নতুন রায় ওই রাজ্যগুলিতেও প্রভাব ফেলবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা।

সম্প্রতি অ্যামেরিকার টেক্সাসে গর্ভপাত নিয়ে মামলা হয়েছিল। টেক্সাসের আদালত গর্ভপাতের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেখানে গর্ভপাত করলে কড়া শাস্তির বিধান দেওয়া হয়েছে। টেক্সাস মেক্সিকোর সীমান্তে। মানবাধিকার কর্মীদের ধারণা, এই পরিস্থিতিতে টেক্সাসের মানুষ মেক্সিকোতে এসে গর্ভপাত করাবেন।

এসজি/জিএইচ (এপি, রয়টার্স)