1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গলদ সরকারের প্রতিনিধিত্বে, পাবনার ডিসি-এসপি প্রত্যাহার

২৯ সেপ্টেম্বর ২০১০

পাবনার আলোচিত ঘটনায় ডিসি-এসপিকে প্রত্যাহার করা হয়ছে৷ দ্রুত বিচার আইনে চার্জশিট দাখিল করা হয়ছে ৩৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে৷ পরীক্ষা ভন্ডুলের ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে৷

https://p.dw.com/p/PPLf
Bangladesh, Hasina, Awami League, Pabna, Administration, হাসিনা, বাংলাদেশ, আওয়ামী লীগ, প্রশাসন, বদলি
হাসিনা সরকারের ভাবমূর্তি রক্ষা করতে ব্যর্থ পাবনার প্রশাসন৷ (ফাইল ছবি)ছবি: Mustafiz Mamun

গত ১৭ই সেপ্টেম্বর পাবনা জেলা প্রশাসনের ৩য় এবং ৪র্থ শ্রেনীর কর্মচারী নিয়োগ পরীক্ষা ভন্ডুলের ঘটনায় জেলা প্রশাসক এ এফ এম মঞ্জুর কাদের, পুলিশ সুপার জামিল আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মোশাররফ হোসেন মাঝিকে প্রত্যাহার করা হয়েছে৷ আর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিমকে বদলি করা হয়েছে ভোলার মনপুরায়৷ প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, সরকার সবদিক খতিয়ে দেখে দায়ী সবার বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে৷ যারা হামলা করছে তারা আইন লঙ্ঘন করেছে৷ পুলিশ তার দায়িত্ব পালনে শৈথিল্য দেখিয়েছে৷ আর জেলা প্রশাসন সঠিকভাবে সরকারের প্রতিনিধিত্ব করতে পারেনি৷ পারেনি সরকারের দৃঢ়তা বজায় রাখতে৷

ওই ঘটনায় পরীক্ষার হলে ভাঙচুর, প্রশ্নপত্র পোড়ানো এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের মারধর করা হয়৷ জেলা প্রশাসনের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় শাসক দল আওয়ামী লীগের সহযাযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ৩৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে৷ পলাতক ৮ জনের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরওয়ানা৷ এইচ টি ইমাম জানান, যার যতটুকু অপরাধ তার ততটুকু শাস্তি পেতে হবে৷

এদিকে স্থানীয় সরকার মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় নেতা-কর্মীদের সংযত আচরন করার আহবান জানিয়েছেন৷ তিনি এক অনুষ্ঠানে বলেছেন, কিছু নেতা-কর্মীর জন্য এপর্যন্ত সরকার তথা শেখ হাসিনার যা অর্জন তা নষ্ট হতে বসেছে৷

পাবনার আলোচিত ঘটনার পর সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলের নেতা-কর্মীদের কোন ঝামেলায় না জড়ানোর জন্য সতর্ক করে দিচ্ছেন৷ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দেশে ফিরছেন৷ তিনি দেশে ফেরার পর আরো কঠোর কোন সিদ্ধান্ত নিতে পারেন বলে দলের নীতি নির্ধারকরা জানিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়