1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গহনার লোভে বউ চুরি!

২৩ জানুয়ারি ২০১১

শেয়ারবাজারের অস্থিরতার পেছনে রাজনীতিক ব্যবসায়ীদের খোঁজ পাচ্ছেন বিশেষজ্ঞরা৷ রয়েছে, বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর চালুর খবর৷ আর গহনার লোভে বউ চুরি নিয়ে প্রতিবেদন৷

https://p.dw.com/p/1018b
গহনা, লোভ, বউ, চুরি!, শেয়ারবাজার, অস্থিরতা, রাজনীতিক, ব্যবসায়ী, বাংলাবান্ধা, ফুলবাড়ী, স্থলবন্দর, বাংলাদেশ, ঢাকা, পত্রিকা, সংবাদ, News, Paper. Dhaka. Bangladesh
ফাইল ছবিছবি: picture-alliance/dpa

শেয়ারবাজারের অস্থিরতা

শেয়ারবাজারের অস্থিরতার দিকেই মূল নজর গণমাধ্যমের৷ এই বিষয়ে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘১৫ হাজার কোটি টাকা লুটেছেন আওয়ামী লীগ বিএনপির ১০-১৫ রাজনীতিক ব্যবসায়ী'৷ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন এই কথা৷ এক সাক্ষাৎকারে ইত্তেফাককে তিনি বলেন, লুটে নেয়া এই ১৫ হাজার কোটি টাকা দেশে আর কোনদিন বিনিয়োগ হবে না৷ এছাড়া গোয়েন্দা প্রতিবেদনের বরাতে দৈনিক কালেরকণ্ঠ জানাচ্ছে, ‘শেয়ারবাজারের ঘটনা সরকারের জন্য হুমকি'৷ আনুমানিক দুই কোটি লোকের রুটি-রুজি পুঁজিবাজারের সঙ্গে যুক্ত৷ তাই এই বিষয়ে সরকারের আরো সতর্কতা জরুরি৷

শেয়ারবাজারের ক্ষতি পোষাতে এক বিনিয়োগকারীর শিশু অপহরণ

দৈনিক সমকালসহ কয়েকটি পত্রিকা দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘বিনিয়োগকারী যখন অপহরণকারী!' ইউনিপে টু ইউ ও শেয়ারবাজারে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেছিল গৃহশিক্ষক আব্দুল মজিদ৷ এরপর এই টাকা লোকসানের ভয়ে প্রথম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সে৷ কিন্তু পুলিশ তাকে আটক করেছে এবং শিশুটিকে উদ্ধার করেছে৷

বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু

দীর্ঘ প্রতিক্ষার পর ভারতের ফুলবাড়ী ও বাংলাদেশের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু হয়েছে৷ বাংলাদেশের কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি শনিবার এই কার্যক্রমের উদ্বোধন করেন৷ বাণিজ্য কার্যক্রম ছাড়াও এই পথে শীঘ্রই পাসপোর্টধারী যাত্রীরাও চলাচল শুরু করতে পারবেন৷ তবে জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী এই পথে বাণিজ্যের ক্ষেত্র সীমিত বলেও উল্লেখ করেছেন ব্যবসায়ীরা৷ তাই, এনবিআর এর প্রজ্ঞাপনে পরিবর্তনের দাবি উঠেছে৷ দৈনিক প্রথম আলো দিয়েছে এই খবর৷

‘বউ চুরি'

দৈনিক সমকালের শিরোনাম, ‘বউ চুরি'৷ এক নববধূর গহনার লোভে তাকে নিয়ে পালানোর চেষ্টা করে গাড়ি চালক শহিদুল ইসলাম৷ কিন্তু খুব একটা আগাতে পারেনি চালক৷ বরং পল্লবীতে আটকের পর গণধালাইয়ের শিকার হয় শহিদুল৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই