1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজা পৌঁছল এশিয়ার পক্ষ থেকে ত্রাণকর্মীর দল

৩ জানুয়ারি ২০১১

এশিয়ার পক্ষ থেকে প্রায় ১০০ ফিলিস্তিনপন্থী ত্রাণকর্মীর একটি দল মিশর হয়ে গাজা পৌঁছেছে সোমবার৷ তুর্কি মানবিক ত্রাণ ফাউন্ডেশন আইএইচএইচ নামক সংস্থার সহযোগিতায় দলটি গাজার মানুষের জন্য ত্রাণ নিয়ে সেখানে গেছেন৷

https://p.dw.com/p/zsyt
Workers, load, supplies, cargo, ship, Lavrio port, Athens, Greece, Amalthea, Libyan, state, গাজাম পৌঁছলম এশিয়া, ত্রাণকর্মী, দল, ফিলিস্তিন, ইসরায়েল, charity, organization, sail, Gaza aid, Israel, raid, Gaza-bound aid ships, Turkish, American, flotilla
গাজার জন্য ত্রাণ বোঝাই করা হচ্ছে (ফাইল ছবি)ছবি: AP

তাদের ত্রাণ বহর সোমবার বিকেল নাগাদ গাজায় পৌঁছবে বলে জানিয়েছেন ভারতীয় উদ্যোক্তা ফিরোজ মেসবেরোলা৷ গত বছরের ডিসেম্বর মাসের প্রথম দিকে ভারত থেকে যাত্রা শুরু করে ‘এশিয়া এক' নামের এই প্রতিনিধি দলটি৷ তাদের পরিকল্পনা ছিল ২৭ ডিসেম্বর হামাস নিয়ন্ত্রিত গাজায় প্রবেশ করা৷ গাজায় ইসরায়েলি অভিযান ‘অপারেশ কাস্ট লিড' এর দ্বিতীয় বার্ষিকী ছিল দিনটি৷ তবে ত্রাণকর্মীরা সোমবার পৌঁছলেন গাজায়৷

ত্রাণ বহরে রয়েছে প্রায় সাড়ে সাত লাখ ইউরোর ওষুধ, খাবার এবং শিশুদের খেলনা সামগ্রী৷ এছাড়া চারটি বাস ও হাসপাতালের জন্য ১০ টি বিদ্যুৎ উৎপাদন যন্ত্রও রয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা৷ প্রসঙ্গত উল্লেখ্য, ২০১০ সালের মে মাসে তুর্কি ঐ সংস্থাটি ইসরায়েলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজায় ত্রাণ পৌঁছাতে নৌবহর নিয়ে রওয়ানা করেছিল৷ কিন্তু ইসরায়েলি নৌবাহিনী ঐ ত্রাণবাহী নৌবহরে হামলা চালায়৷ এতে নিহত হয়েছিল নয় তুর্কি নাগরিক৷

ঐ ঘটনার জন্য ইসরায়েলের নিন্দা করে আন্তর্জাতিক সম্প্রদায়৷ এছাড়া তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হয়৷ তবে ঐ ঘটনার পর থেকে গাজায় ত্রাণ পৌঁছানো কিংবা সেখান থেকে পণ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে ইসরায়েল৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ