1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গাদ্দাফির ছোট ছেলে ও তিন নাতি নিহত’ - সরকারি মুখপাত্র

১ মে ২০১১

অল্পের জন্য বেঁচে গেছেন লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি৷ তবে ন্যাটোর বিমান হামলায় প্রাণ হারালেন গাদ্দাফির ছোট ছেলে সাইফ আল আরব গাদ্দাফি৷ এছাড়া গাদ্দাফির আরো তিন নাতি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি মুখপাত্র৷

https://p.dw.com/p/1173N
ফাইল ছবিছবি: AP

শনিবার রাতে গাদ্দাফি প্রশাসনের মুখপাত্র মুসা ইব্রাহিম এক সংবাদ সম্মেলনে জানালেন গাদ্দাফির ছোট ছেলে ও তিন নাতির নিহত হওয়ার খবর৷ ন্যাটোর হামলায় ২৯ বছর বয়সি সাইফ আল আরব নিহত হয়েছেন৷ সাইফ জার্মানির মিউনিখ শহরে অধ্যয়ন করেছেন বলে উল্লেখ করেন ইব্রাহিম৷ সরকার ন্যাটোর ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসপ্রাপ্ত সাইফ এর বাসভবনে সাংবাদিকদের নিয়ে যান৷ সেখানে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে৷ তবে ন্যাটোর পক্ষ থেকে এই ঘটনার ব্যাপারে এখনও কোন তথ্য জানানো হয়নি৷

তিনি বলেন, ‘‘আমরা মনে করি, এটা স্পষ্ট যে লিবিয়ায় এখন যা ঘটছে তা মোটেও সাধারণ মানুষকে রক্ষার জন্য নয়৷'' মুয়াম্মার গাদ্দাফির সম্পর্কে ইব্রাহিম বলেন, ‘‘নেতা সুস্থ আছেন৷ তিনি আঘাত থেকে বেঁচে গেছেন৷ তাঁর স্ত্রীও সুস্থ আছেন৷'' তাঁর ভাষায়, ‘‘দেশের শীর্ষ নেতাকে হত্যা করার জন্য এটা প্রত্যক্ষ হামলা৷ আন্তর্জাতিক আইনে এর কোন অনুমতি নেই৷ এছাড়া কোন নীতিতেই এটা অনুমোদিত হতে পারে না৷ যদি প্রয়োজন হয়, আমরা এর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবো৷'' গাদ্দাফি ন্যাটোর প্রতি সমঝোতার প্রস্তাব দিয়েছেন কিন্তু ন্যাটো তা প্রত্যাখ্যান করেছে বলেও উল্লেখ করেন তিনি৷

FLASH-GALERIE Muammar al-Gaddafi
শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় দেখা গেছে মুয়াম্মার গাদ্দাফিকেছবি: picture alliance/dpa

এদিকে, এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে সরকারি টেলিভিশনে দেখা গেছে মুয়াম্মার গাদ্দাফিকে৷ টেলিভিশন বক্তৃতায় তিনি বলেন, কখনই ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন না তিনি৷ বরং বিদ্রোহী এবং ন্যাটোর প্রতি সমঝোতা আলোচনায় বসার প্রস্তাব দেন গাদ্দাফি৷ তবে বিদ্রোহী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে তাঁর এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়৷

এছাড়া সাইফের নিহত হওয়ার খবরে বেনগাজি শহরে উল্লাস করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো৷ ট্রানজিশনাল ন্যাশনাল কাউন্সিল এর মুখপাত্র কর্নেল ওমর বানি জানিয়েছেন, ‘‘গাদ্দাফি ন্যাটো হামলায় তার এক ছেলেকে হারিয়েছে বলে উল্লসিত সবাই৷ তারা আকাশে ফাঁকা গুলি ছুঁড়ে এবং ‘আল্লাহ মহান' স্লোগান দিয়ে তারা নিজেদের বিজয় উল্লাস করে৷'' তবে রাজধানী ত্রিপোলিতে সাইফের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে গাদ্দাফির সমর্থকরা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান