1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গানের মাধ্যমে করোনা নিয়ে শিক্ষা দিচ্ছেন টোগোর শিল্পীরা

৩ জুলাই ২০২০

করোনা ভাইরাস সম্পর্কে ভুয়া খবরের শেষ নেই৷ ষড়যন্ত্র থেকে শুরু করে এই রোগের অস্তিত্ব নিয়ে সংশয় ছড়িয়ে পড়ছে৷ আফ্রিকার দেশ টোগোর শিল্পীরা গানের মাধ্যমে মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরছেন৷

https://p.dw.com/p/3ej0r
Kenia Symbolbild Smartphones
প্রতীকী ছবিছবি: Getty Images/AFP/Y. Chiba

আফ্রিকার দেশ টোগোয় কাপোরাল উইসডমের মতো সংগীতশিল্পীরা নিজেদের ভিডিওতে কোভিড-১৯ মহামারির বিপদ সম্পর্কে মানুষকে শিক্ষা দিচ্ছেন৷ এমনকি কাশির সময় কনুই দিয়ে মুখ ঢাকার পরামর্শও দিচ্ছেন৷ শিল্পী হিসেবে তাঁরা অনুরাগীদের স্বাস্থ্যের দিকেও নজর রাখছেন৷

কিন্তু কাপোরাল উইসডমের কাছে বিষয়টি আরও বড়৷ তিনি কোভিড-১৯ সম্পর্কে অনেক ভূয়া খবরের দিকেও নজর রাখছেন৷ তিনি বলেন, ‘‘অনেক মানুষ ভুল খবরের মধ্যে ডুবে যাচ্ছেন৷ বিশেষ করে গ্রামাঞ্চলের পরিস্থিতি সবচেয়ে খারাপ৷ সেখানে মূলত ভুয়া খবরই শিরোনামে উঠে আসে৷ মানুষ সহজে সঠিক তথ্য পান না৷ সে কারণে আমার গানের মাধ্যমে আমি সেই তথ্য দিয়ে থাকি৷ তাও আংশিকভাবে আমাদের এওয়ে ভাষায়, অথবা বেশিরভাগ মানুষের কাছে পৌঁছতে কিছু অংশ ফরাসি রাখি৷''

গানে গানে করোনার সতর্কতা

আমেন জা সিসে-ও করোনার বিরুদ্ধে সংগ্রামে শামিল হয়েছেন৷ রাজনৈতিক বার্তার জন্য তিনি এমনিতেই বিখ্যাত৷ তাঁর গানের কথা: করোনা কোনো প্রেসিডেন্ট, জেনারেল বা সংসদ সদস্য চেনে না, আমার ভাই৷

তাঁর সর্বশেষ গানের নাম করোনা ভাইরাস৷ নিজের উদ্দেশ্য তুলে ধরে আমেন বলেন, ‘‘আমি আমার দেশের ভাইবোনদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে চাই৷ আমার করোনা ভাইরাস গানের মাধ্যমে স্রেফ সুরক্ষার বার্তা তুলে ধরছি৷ ভালো করে হাত ধোও, করমর্দন কোরো না, কমপক্ষে এক মিটার ব্যবধান রাখো৷ এখনো কিছু মানুষ এই রোগের অস্তিত্ব মানতে নারাজ৷ অথবা দাবি করছে, এই রোগে কারো মৃত্যু হয় না৷ আমি সংগীত কাজে লাগাচ্ছি৷ মানুষকে সংবেদনশীল করে তুলতে তাতে সবচেয়ে বেশি কাজ হয়৷ সেটা আমাকে উদ্বুদ্ধ করে৷''

তিনি একা নন, টোগোয় আরও অনেক শিল্পী করোনা ভাইরাসের বিরুদ্ধে সংগ্রামে নেমেছেন৷ গানগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে৷ রেডিও, টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সব শিক্ষামূলক গান ছড়িয়ে পড়ছে৷

ম্যাক্সফায়ার নামের শিল্পী বিষয়টির গুরুত্ব তুলে ধরেছেন৷ তাঁর মতে, ‘‘কঠিন সময় এসেছে৷ আমার সর্বশেষ গান করোনা ভাইরাসের বিরুদ্ধে সংগ্রামে তোমাদের উদ্বুদ্ধ করবে বলে আশা করছি৷''

এর মধ্যে গোটা উদ্যোগ এক আন্দোলনে পরিণত হয়েছে, যার ফলে রাজনীতি জগতের উপরেও চাপ বাড়ছে৷ টোগোয় কোভিড-১৯-এর বিরুদ্ধে সংগ্রামে সংগীত একেবারে প্রথম সারির সৈন্য হয়ে উঠেছে৷

নোয়েল টান্ডেনিয়ন/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান