গান শেষ, মান্না দে আর নেই... | পাঠক ভাবনা | DW | 25.10.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

গান শেষ, মান্না দে আর নেই...

মাননীয় আবুল কালামের সঙ্গে ছবিটি দেখে জ্ঞানীগুণীর কাছ থেকে শ্রদ্ধার সঙ্গে পুরস্কার গ্রহণ আমাদেরও তাঁর প্রতি শ্রদ্ধার ভাব ফুটিয়ে তুলল৷ আমরাও তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি৷ ৷ সুহৃৎ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান থেকে৷

আরও একটি স্বর্ণযুগের গানের শিল্পীর জীবনাবসান হল৷ বিশ্বাস করতে পারছি না যে আজ মান্না দে আর আমাদের মধ্যে নেই, যদিও তাঁর গাওয়া গান রেখে গেছেন অগণিত গুণমুগ্ধ শ্রোতাদের জন্য৷ ডয়চে ভেলে যে তত্পরতার সাথে ‘সমাজ সংস্কৃতি' পাতায় তাঁর প্রয়াণের খবরটি তুলে ধরল তা খুবই প্রশংসনীয়৷ প্রয়াত এই সংগীত শিল্পীর প্রতি রইলো আমার প্রণাম ও বিনম্র শ্রদ্ধার্ঘ্য৷

জার্মান চ্যান্সেলর ম্যার্কেল এবং প্রধান বিরোধী দল এসপিডি-র সাথে সম্ভাব্য জোট আলোচনা নিয়ে বিস্তারিত ও সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে পরিবেশনার অনুরোধ রইলো৷ শুভেচ্ছা সহ, সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী থেকে লিখেছেন৷

‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই'... আর কখনোই আমরা শুনতে পাব না৷ প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী মান্না দে গতকাল সকালে প্রয়াণ হয়েছেন৷ খোকন নস্কর৷

পত্রে আমার সালাম ও শুভেচ্ছা নেবেন৷ আশা করি ভাল আছেন৷ আমি ও ভাল আছি৷ আমি আপনাদের ওয়েবসাইটের একজন নিয়মিত পাঠক৷ আপনাদের ওয়েবসাইটটা সুন্দরভাবে সাজানো গুছানো তাই খুব ভাল লাগে৷ চ্যান্সেলর আঙ্গলা ম্যার্কেলের ফোনে আড়ি পাতা বিষয়ে প্রতিবেদনটি পড়লাম৷ সব বিষয় বুঝতে পারলাম৷ এখনই এ বিষয়ে প্রতিবাদ করতে হবে৷ এম এ রশিদ চৌধুরী, চৌধুরীপাড়া, আজম পুর, মিরপুর, কুষ্টিয়া থেকে লিখেছেন৷

শুভেচ্ছা জানবেন৷ পরীক্ষার কারণে নিয়মিত লিখতে পারছিনা৷ অন্বেষণ কুইজ বিজয়ীদের প্রতি আমার শুভেচ্ছা রইল৷ আমরা আশাহত নই৷ খবরে জানলাম ম্যার্কেলের ফোনে আড়ি পেতেছে অ্যামেরিকা৷ এটা লজ্জাজনক ঘটনা৷ কারণ অ্যামেরিকার সাথে জার্মানির খুব ভাল সম্পর্ক৷ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সন্দেহ করা ঠিক না৷ আশাকরি অ্যামেরিকা জার্মানির কাছে ক্ষমা চাইবে৷ সবাই ভাল থাকবেন৷ শাহিনুর আলম, আলতাফনগর, বগুড়া থেকে পাঠিয়েছেন এই ই-মেলটি৷

- লেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন