1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাড়ির চালক হয়েও নৈঃশব্দের পূজারি দীপক

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১ জানুয়ারি ২০১৮

এমন মানুষ বোধহয় কোটিতে গুটিক মেলে৷ এবং সবাই যেমন কবি নয়, কেউ কেউ কবি, কবিতার পাঠকও বোধহয় হাতে গোনা৷ কবিতা পড়ে তার মর্মার্থ আত্মস্থ করা, নিজের জীবনে, যাপনে তার প্রয়োগ করতে ক’‌জনই বা পারেন?

https://p.dw.com/p/2qBYR

কিন্তু দীপক দাস পেরেছেন৷ পেশায় তিনি গাড়িচালক৷ কোলাহলে ভরা এই কলকাতা শহরের রাস্তায় তিনি গাড়ি চালান, কিন্তু কখনও গাড়ির হর্ন বাজান না৷ কারণ জীবনানন্দ দাশের কবিতার ভক্ত দীপক জীবনানন্দের থেকে পাঠ নিয়েছেন নৈঃশব্দের৷ তিনি প্রেমে পড়েছেন নীরবতার৷ একই সঙ্গে এই কোলাহল নগরীর শব্দ দূষণের বিরুদ্ধেও এ তাঁর নিরুচ্চার প্রতিবাদ৷ তিনি নিজে গাড়ি চালানোর সময় হর্ন তো বাজানই না, এমনকি অন্যকেও না বাজাতে উৎসাহিত করেন৷

দীপকের মতে, হর্ন বাজানো মানুষের একটা অভ্যেস, যা গড়ে ওঠে অসহিষ্ণুতা থেকে!