1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাড়ি নিয়ে অভিনব চুরি

৫ ফেব্রুয়ারি ২০১৮

প্রথমে দেখলে মনে হবে দুর্ঘটনা৷ আসলে কিন্তু বেপরোয়া চোরদের চুরির অভিনব কৌশল৷ ব্রিটেনের এক সুপার মার্কেটে তিন চোর যেভাবে এটিএম লুট করেছে, তা দেখে সবাই খুব অবাক এবং চিন্তিত৷

https://p.dw.com/p/2s9OC
ছবি: picture-alliance/dpa

গত ২৯ জানুয়ারির ঘটনা৷ ব্রিটেনের চ্যাটারিজ নামের ছোট্ট লোকালয়টিতে তখনো পুরোপুরি ভোরের আলো ফোটেনি৷ আলডি সুপার মার্কেটের সামনে এসে থামে একটি ল্যান্ডরোভার৷ বড়সড় গাড়িটি থামানো হয় সুপার মার্কেটের প্রবেশ পথের ঠিক সামনে৷

কিছুক্ষণ থেমে থাকার পর গাড়িটি হঠাৎ খুব দ্রুত পেছন দিকে চলতে থাকে৷ চোখের পলকে কাঁচের দরজায় ধাক্কা৷ দরজার কাঁচ ভেঙে চুরমার৷

দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে গাড়ি৷ দরজার মুখেই একটি অটোম্যাটিক টেলার মেশিন (এটিএম) বুথ৷ সেই বুথেও ধাক্কা খায় গাড়ি৷ এটিএম বুথের বেশ ক্ষতি হয় সেই ধাক্কায়৷ কিন্তু শুধু ক্ষতি করা তো লক্ষ্য নয়, আসল লক্ষ্য বুথটাকে একেবারে ভেঙে টাকার বাক্স, অর্থাৎ এটিএম-টা নিয়ে যাওয়া৷ তাই আবার বেরিয়ে যায় গাড়ি৷ ফিরে এসে আবার ধাক্কা৷ এভাবে কয়েকবারের ধাক্কার পর এটিএম বুথ পুরোপুরি ভেঙে পড়ে মাটিতে৷ সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমে আসে তিন মুখোশধারী৷ তারপর এটিএম গাড়িতে তুলে চম্পট৷

পুরো ঘটনাই ধরা পড়েছে সুপার মার্কেটের সিসি ক্যামেরায়৷ কেমব্রিজশায়ারের পুলিশ এখন চোরদের খুঁজছে৷ এটিএম-এ কত পাউন্ড ছিল তা এখনো জানা যায়নি৷

অভিনব এই চুরির ভিডিও ভাইরাল হয়েছে৷ ব্রিটেনের ডেইলি মেইল থেকে শুরু করে  ভারতের এনডিটিভি পর্যন্ত অনেক সংবাদমাধ্যমেই এসেছে এ খবর৷

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য