1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গিফোর্ডসের আক্রমণকারী তরুণের বিরুদ্ধে অভিযোগ গঠন

১০ জানুয়ারি ২০১১

মার্কিন কংগ্রেস সদস্যা গ্যাব্রিয়েল গিফোর্ডসকে হত্যার চেষ্টা ও ছয়জনকে হত্যার দায়ে ধৃত তরুণের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন মার্কিন কৌঁসুলিরা৷

https://p.dw.com/p/zvho
জেরেড লখনারছবি: dapd

২২ বছর বয়েসি জেরেড লখনার নামের যে তরুণকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করেছিল তার বিরুদ্ধেই গতকাল রবিবার এই অভিযোগ গঠন করা হয়৷ আজ দুপুরের পর তাকে আদালতে হাজির করা হবে৷ তবে লখনারের মানসিক অবস্থা বা কী কারণে সে এই কাজ করেছে, সে সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন কর্মকর্তারা৷

এদিকে ডাক্তাররা বলছেন, গিফোর্ডসের অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে৷ নিউরোসার্জন মাইকেল লেমোলে, যিনি অপারেশন করেছেন, তিনি বলছেন, গুলি গিফোর্ডসের মাথার স্পর্শকাতর এলাকা দিয়ে যায়নি৷ তাই তিনি সবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন৷ এই ধরনের রোগীদের পুরোপুরি সুস্থ হতে কয়েক মাস লাগে বলে জানিয়েছেন ডাক্তাররা৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ সোমবার দেশজুড়ে এক মিনিট নীরবতা পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন৷

এদিকে এক কংগ্রেস সদস্যের উপর গুলিবর্ষণের ঘটনা ঘটলেও নির্দিষ্ট কোনো হুমকির খবর নেই, বলে জানিয়েছেন এফবিআই পরিচালক রবার্ট ম্যুলার৷ তবে তারপরও সাংসদদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি৷

উল্লেখ্য, অ্যারিজোনা রাজ্যের টুসন শহরে একটি জনসভা চলার সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে৷ এতে এক ফেডারাল বিচারক ও নয় বছরের একটি মেয়ে সহ ছয়জন নিহত হন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী