1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গুগলে সাইবার আক্রমণ একটি সতর্কতার সংকেত’

৩ ফেব্রুয়ারি ২০১০

ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগলের উপর সাম্প্রতিক সাইবার হামলা যুক্তরাষ্ট্রের জন্য একটি সতর্কতার সংকেত৷ এই হামলা মার্কিন সাইবার নেটওয়ার্কের দৈন্যদশা ফুটিয়ে তুলছে৷ মঙ্গলবার মার্কিন গোয়েন্দা প্রধান ডেনিস ব্লেয়ার জানান এই তথ্য৷

https://p.dw.com/p/LqA8
ফাইল ফটোছবি: picture alliance/dpa

ব্লেয়ারের মতে, এধরণের সাইবার হামলা মার্কিন অর্থনীতিকেও পঙ্গু করে দিতে পারে৷ শুধু তাই নয়, সংকটকালীন সময়ে মার্কিন সাইবার নেটওয়ার্ক ঠিকমতো কাজ করবে কিনা তা নিয়েও সন্দিহান তিনি৷

জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক ডেনিস ব্লেয়ার মার্কিন আইনপ্রণেতাদের সামনে এসব তথ্য তুলে ধরেন৷ তিনি বলেন, আমাদের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারী সম্পদ চুরি, বিকৃত, ক্ষতি বা ধ্বংস করতে উৎসুকদের কাছ থেকে টেলিকমিউনিকেশনস এবং ইন্টারনেট খাত নিয়মিত হুমকির মুখোমুখি হচ্ছে৷

সম্প্রতি চীনা মানবাধিকার কর্মীদের জিমেইল একাউন্টে সাইবার হামলার পর গুগল চীনে সেন্সরমুক্ত সার্চ ইঞ্জিন চালুর ঘোষণা দেয়৷ এমনকি এজন্য প্রয়োজনে চীনে বাণিজ্য গুটিয়ে নিতেও নাকি প্রস্তুত গুগল৷ ব্লেয়ার এই বিষয়টির দিকে ইঙ্গিত দিয়ে মার্কিন সিনেটের গোয়েন্দা পরিষদের কাছে বলেন, চীনের আগ্রাসী সাইবার কর্মকান্ড প্রতিবেশী এবং অন্যদের সঙ্গে বেইজিং এর দ্বন্দ্বযুদ্ধেরই ইঙ্গিত বহন করছে৷

ব্লেয়ারের দাবি, জঙ্গি গোষ্ঠী, সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র, ব্যক্তি পর্যায় এবং অন্যান্য সাইবার শক্তি মার্কিন সাইবার সিস্টেমকে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে৷ মার্কিন গোয়েন্দা তথ্য, বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি কিংবা এসবের ক্ষতিসাধন হচ্ছে তাদের লক্ষ্য৷

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, প্রতিনিয়তই সরকারি এবং বেসরকারী খাতের নেটওয়ার্ক থেকে স্পর্শকাতর তথ্য চুরি হচ্ছে৷ আর শুধু নামজাদা শক্তিগুলো নয়, অনেক অজানা সূত্র থেকেও নাকি মার্কিন নেটওয়ার্কে হুমকি আসছে প্রতিনিয়তই৷

অবশ্য এতসব সাইবার হামলা থেকে মার্কিন নেটওয়ার্ককে রক্ষায় সাইবার ডিফেন্স সিস্টেম শক্তিশালী করার চেষ্টা করছে জাতীয় গোয়েন্দা বিভাগ, জানালেন ব্লেয়ার৷ একইসঙ্গে নিত্যনতুন হামলা মোকাবিলায় নিয়মিত উন্নততর প্রযুক্তি উদ্ভাবন, পরীক্ষা এবং প্রয়োগের উপর গুরুত্ব দিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী