গৃহকর্মী নির্যাতনকারীরা ‘মানুষরূপী পশু' | পাঠক ভাবনা | DW | 22.10.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

গৃহকর্মী নির্যাতনকারীরা ‘মানুষরূপী পশু'

গৃহকর্মীদের যারা নির্যাতন করে, মারধর করে তাদের কঠিন শাস্তি দাবি করেছেন ডয়চে ভেলের একজন পাঠক৷ গৃহকর্মী নির্যাতন নিয়ে এমন আরো মন্তব্য করেছেন অনেকে৷

বাংলাদেশে গৃহকর্মীদের শারীরিক, মানসিক ও নানাভাবে অত্যাচার করা হয়৷ অত্যাচারিত হওয়া সেরকমই একজন গৃহকর্মী কল্পনা৷ অমানবিক পিটুনি, এমনকি পায়ের নীচে সেফটি পিনের খোঁচা খেয়েও বেঁচে থাকা এই গৃহকর্মী ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে কিছু অকল্পনীয় সত্য ঘটনা জানিয়েছেন৷ কল্পনার কথা অনেক পাঠকের মনকেই নাড়া দিয়েছে৷

কল্পনাকে যারা নির্যাতন করেছে তাদেরকে মানুষরূপী পশুর সঙ্গে তুলনা করে তাদের কঠিন শাস্তি দাবি করেছেন মনোয়ার হোসেন৷ কামাল আহমেদ লিখেছেন, ‘‘আল্লাহ যেন মেয়েটিকে এরকম অত্যাচার থেকে রক্ষা করেন৷''

অভিষেক মুখার্জি বলেছেন গৃহকর্মীকে মারধর করা নাকি বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ৷

গৃহকর্মী নির্যাতন সম্পর্কে ফারুকউদ্দিন আহমেদের প্রশ্ন, ‘‘এই ধরণের অপরাধের সময় তথাকথিত সমাজকর্মী আর পুলিশরা কোথায় থাকে?''

রতন তাপসী গৃহকর্মীদের নির্যাতনকারীদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘গৃহকর্মীদের যারা এভাবে অত্যাচার করে তারা ঠান্ডামাথার খুনির চেয়েও সাংঘাতিক, এদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড৷''

কল্পনা নামের মেয়েটির কথা শুনে দুঃখিত পাঠক রহমান লিটন৷ ডয়চে ভেলের কাছে তিনি কল্পনার খোঁজখবর জানতে চেয়েছেন – কল্পনা এখন কোথায় আছে, কি করছে এসব তথ্য৷ লিটন নিশ্চিত যে, ‘‘কল্পনাকে যারা অত্যাচার করেছে, সেই জালিমদের বিচার আল্লাহই করবে৷'' ডয়চে ভেলের ফেসবুকবন্ধু রানা মাহমুদও গৃহকর্মী কল্পনার ঘটনা শুনে দুঃখ প্রকাশ করেছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন